Posts

Showing posts from 2018

আলাদা (Different)

হিংসার পারদ আকাশ ছুঁয়েছে, 'আমাদের' গুলো 'আমার' হয়েছে, আলোকিত সত্য, কালকিত হয়েছে, ঘৃণার ধুলোয় চশমার কাঁচ ঢেকে গিয়েছে... ...রোদ... কালও ওঠেনি, আজও উঠবেনা...! উঠবে তো প্রশ্ন, অযোধ্যায়,আলিগড়ে,আর মানুষের মনে, রাম কে কি উঁচু তে বসানো হবে, না পাঠানো হবে কোনে !? সত্য, ধর্মের কথা... আদৌ কি কেউ শোনে ? কেউ করে আজান, আবার কেউ বা গাজন, বলি ভালবাসার নাম করেই বা কজন ? কজনই বা বোঝে যে, ধর্ম দিয়ে শুধু আগুন জ্বালানো নয়, ফুলও ফোটানো যায়... ধর্ম দিয়ে আলাদা নয়, একও হওয়া যায়...! এদিকে জ্বলছে মন, ওদিকে দেশ, কাটছে দিন, শুধু কাটছে না সেই আগুনের রেশ, বুঝবে যে কখন, বুঝবে যে কজন...কে জানে... চোখের সামনে যাকে দেখো নিম্ন, জোচ্চোর, কৃপণ, চোখে বুঝলেই দেখবে সে তোমার বড়ই আপন... ।।।                                                               ।।।                                              ~পাগলা😊 ©sohams8

ভালোই আছি...

শুরু করেছিলাম পথ হাঁটা, অসীম ছোঁয়ার ইচ্ছে নিয়ে, নেশাগ্রস্থ প্রাণীর মত, বাস্তবতা চুলোয় দিয়ে... মনে মনে তো কথা বলি, তার সুরে তে এখনো বাঁচি, শুধু... তির টা গেছে বুকটা চিরে, নাহলে, এমনি আমি ভালোই আছি... শুধু মেঘের কালো ঘনিয়ে গেছে, তবুও আঁধারে আলো খুঁজতে আছি, সাত জন্ম পথ পেরোবো কই, এখনো শূন্য তেই আটকে আছি... মিথ্যে সত্যি টা এখনো জ্বালিয়ে রাখি, কখনো নিজেই নিজের কাছে মিথ্যুক সাজি, আসলে, শুধু... তির টাই গেছে বুক চিরে, নাহলে, এমনিতে আমি ভালোই আছি...                                                         ~পাগলা😊                                   ©sohams8

ভুলে গেলি আমি কই ?

দেখতে বলতাম তোকে যেই চাঁদ টাকে, এখনো ঠিক আগের মত ঝলমল করে ওঠে পূর্ণিমায়, আগের মতো সেই নির্বিকার আছে জানিস...! চিনতে পারে আমাকে এখনো, আজও আমায় দেখে হাসলো... ভুলে গেলি ? আরে বলতাম না তোকে...! সে তুই বলতিস..."আবার কে ছাদে যাবে এখন...!" ...সে তুই যা বিই বা কেন, বার বার কি নিজেকে দেখতে কারোর ভাল লাগে ? নিজের সৌন্দর্য কি নিজে যাচাই করা যায় ? ঠিকই তো...|| তুই না দেখলেও, আমি দেখার চেষ্টা করি, যেমন আজ করলাম... যা ই হোক, চিন্তা রইলো না আর, তুই সরে গেলি, কিন্তু আবার রয়ে ও গেলি...চাঁদ হয়ে, মিশলাম আবার, সুচন্দ্রিমা মাখলাম আবার... ফুল ফোটালাম আবার.... থেকেও না থাকার কষ্ট কি জানি না, মিশেও না মেশার ভাবনা কে মানি না, আজ ও কাঁদতে গিয়ে মাঝেমধ্যে হাঁসি, আজও তোকে ঠিক, ততটাই ভালোবাসি... যখনই পিছু দেখে ভাবি কেউ নেই, ওপর থেকে উঁকি দিয়ে বলে চাঁদ, ভুলে গেলি আমি কই ?.... 😊😊😊 😊😊😊 😊😊😊                                                              ~পাগলা😊

কবিতা লিখে ফেলি... (I Scribble a poem...)

দেখিনি কোনোদিন, তবুও বেসেছিলাম ভাল, কথা হয়নি কোনোদিন, তবুও যেন শুনতে পেতাম তোর ভাষা, জানিনা কবে থেকে তোর জন্য তুলেছিলাম হাতে তুলি, এখনো মাঝে মাঝে, তোর...শুধু তোর জন্য কবিতা লিখে ফেলি.... তোর সূরে সুর মেলাতে বলেছি নরম মিথ্যে, দূর থেকে শুধু বোঝার বৃথা চেষ্টা করেছি, নেশা কাটেনি তোর, তাই মাঝে মাঝে এখনো নিজেকে ভুলি, এখনো মাঝে মাঝে, তোর...শুধু তোর জন্য কবিতা লিখে ফেলি... বেশ, বলেছিস তুই দূরে যেতে... সত্যিই তো, চাঁদের মাটি ছুঁতে কি বামন রা পারে ? সবার বাগানে যদি ফুল ফোটে, তাহলে কাঁটা ফুটবে কার বাড়ি ? তাই থাকি, নগন্যতা নিয়ে, মেঠো গন্ধে ভরে... কিন্তু মনে পড়ে, তোর কাটা আঁচড় গুলো, রক্তখলন দিয়ে মনে করাই আবার...সেই দিন গুলি, তাই তো, মাঝে মাঝে এখনো, তোর জন্য...শুধু তোর জন্য কবিতা লিখে ফেলি... ... .... .... .... .... .... .... .... .... .... ....                                                    ~পাগলা😊 ©sohams8

বর্ণনাহীন.... (The Undefined)

ভূতের দিনে, বশ করেছিল ভূত মনে, হয়ে পড়েছিলাম দিশেহারা... আলো পালনের দিনে, মানাচ্ছিলাম কালো, ঝোড়ো হাওয়া তে মনের খবরটা মোটেও যাচ্ছিলো না ভাল, এসবের সঙ্গী বলতে একজনই, আমার প্রিয় বিষাদ...।। ভেবেছিলাম কাটবে মোটে এ করেই দিনটা, তারপর সবই হঠাৎ গেল বদলে... দেখলাম....... এক জোনাকি, সে কিনা জ্বালাচ্ছে দ্বীপ... যার কিনা নিজের আলোয় আলোকিত হয় চারিদিক... যদিও ছবিতেই, কিন্তু মন বলে সামনেই যেন, দেখেই মুখে হাসি, বুক হাঁসফাঁস, জানিনা কেন... যেন মনেহলো, তার আলো রাঙাচ্ছে আমাকেই, তার ছোঁয়ায় যেন, মিশে গেছে আকাশ-পাতাল, লজ্জায় চন্দ্রে গ্রহণ লেগেছে, যেন পাহাড় চূড়ায়, ফুল ফুটেছে... মনেহয় যেন, সব, সবটাই দিয়ে দিই যেন তার জন্য, জগতের সব হাসিই যেন তার গালে যেতে পেরে ধন্য... সে যেন এক, অসীম স্নিগ্ধতা, অসীম মুগ্ধতা, মুখভরা আলো, বুকভরা ভালবাসা...! জানি, কম পড়লো, তাকে যে বর্ণনায় আনা যায়না, ধরে রাখা যায়না, সে তো সব কল্পনা, রচনার উর্ধে, সেই তো আমার প্রিয়, বর্ণনাহীন....। ~পাগলা

আজেবাজে চিন্তা ! ...(Stupid Thoughts)

দিব্য দিশায় তাকিয়ে থেকে মনের কাউকে পাইনি, জ্যোৎস্না রাতে হারিয়ে যাবো, নিজেও কখনো চাইনি... মাটির সঙ্গে মিশে গিয়ে, মেঠো গন্ধে ভরেছি, চতুর্দিকে, বক্ষ মাঝে, শুধু ভালোবাসা কে খুঁজেছি ।। আঘাত নয় অনেক পেয়েছি, বিশ্বাস নামক ডানায়, তবুও উঁচুতে উড়তে চাই বললে, কেমন বোকার মতো সোনায়... হ্যাঁ, বোকাই ছিলাম, বোকাই আছি, বোকাই হয়তো থাকবো, বিনা ডানায়, রক্ত মেখে, হয়তো একদিন কাতরে পরে থাকবো...।। তবুও আশা মনে, চাতকের মতো চাইবো, আর কিছু বা নাই পারি, ভালোবাসার গান গাইবো... প্রেমের মত পথ কোথায়, প্রেমিকের মত পথিক কোথায়, স্বার্থ ধুলোয়, অহং ধুলোয়, মিলন যেন মিলিয়ে যাবে, এক হলো সব অনেক গুলোয়... ভালোবাসা তো তারেই বলে, যে আপন করে নগ্ন মনে, নগ্নতাকে... রেখার মতো অসীম সেতো, কণার থেকেও ছোট, জগতের চেয়েও বৃহৎ সেতো, চূড়ান্ত আলোকিত ....।।                                ~পাগলা ©sohams8

আসছে, পুজো আসছে ! (PUJO Is coming !!!)

‌ লাল আকাশে, সবুজ ঘাসে, পুজোর মাসে, আমার পাশে... গঙ্গা পারে, শঙ্খধ্বনি, ওই দেখো যে, নৌকো ছোটে... ডাক পাখি যে, ডাকছে শোনো, পেখম মেলে, ময়ূর যেন, উদজ্জাপনের ভাষায় জ্বালায়, উদ্ভোধনী আলোয় রাঙায়, আর মেঘেরই চতুর্ভুজে, কাশ ফুলেরই গন্ধে মজে, বসে আমি ভোরবেলা তেই... -"হ্যাঁ! তাইতো", তবেই বটে তো বাঙালিয়ানা, বসে থাকি মায়ের আশায়, কখন পড়বে ঢাকে কাঠি, রঙিন হবে এই বাংলার মাটি ।। আর, নাইকো অপেক্ষার সুর, এবার তো বাজবে গান, "জাগো, তুমি জাগো, হে প্রাণ!", -"আহা!" ঐতো, ভেসে আসে মহালয়ার সুর, শোনা যায় দুগ্গা মায়ের, সেই রূপর নুপুর ।। সেই বির গাথা, সেই অশুর বোধ করার কথা, সেই আলোয় - আলোয় ভরে যাওয়ার গল্প, সেই নিভৃত প্রাণ হয়ে যাওয়ার সংকল্প ।। মা গো , ভরে দাও এই জগতে আলো, কাটাও অরাজগতা, কাটাও হীনতা, মা !, তুমিইই বির্যবতী, তুমিইই দিবা - যামিনী, আবার তুমিইই, সৰ্বরূপধারিণী, মা তুমিইই, যে আমাদের, মহিশাশুরমর্দিনী !                              ~পাগলা !

কি সেই জিনিস ?

পারতো কি আকাশ - পাতাল এক হতে কখনো ? পারতো কি ধোঁয়া ভরা আকাশে, উড়ে বেড়াতে কেউ ? পারতো কি কাট - ফাটা রোদ্দুরে, ঘাম ঝরিয়ে কাজ করতে তারা ? থাকতে পারতো কি না খেয়ে দেয়ে বসে শুধু তার কথা ভাবতে ? শত কষ্টের পরেও, নির্জলা উপবাসেও, পারতো কি সে, বিষ পান করে নিতে, হাঁসি মুখে ? কে জানে, হয়তো বেঁধে রেখেছিল কোনো কিছু, সর্বশক্তিশালী কিছু, অবিনাশী কিছু, অসীম কিছু ।। তবুও কি মর্যাদা পায় সেইটা ? আচ্ছা, আদৌ কি কোনো মর্যাদা কাম্য ? কাম্য কি করতালি ? বা হয়তো উপহাস, আসলে, কোনো অসীম এর কেই বা মর্যাদা দেবে, কেই বা দেবে ফিরিয়ে... দেয়ে যারা, তারাই জানে, যে দেওয়ার কি যে মজা, হয়ে মনে যেন সবই দিই উড়িয়ে, কিন্তু কখনো কোনো কিছুই লাগেনা যে, এই বুঝি গেল ফুরিয়ে... সে এক কি যে জিনিস, যদি তোমরা জেনে থাকো, বুঝে থাকো, বাহ ! বেশ তো তাহলে, একটু করে কুড়িও, আর একটু করে বিলিও ! আর যদি না কুড়োতে পারো, বুক টা চিরে দেখো, উথলে পড়বে দেখবে, যত্ন করে রেখো ! আর হ্যাঁ, কড়া নাড়লে কেউ, একটু সাড়া দিও, খুলে হয়তো দেখবে আলো, জড়িয়ে ধরে নিও !                                      ~পাগলা😊

সৎ এর কথা ! (Tale of a veracious guy)

কথা না রাখা মনেহয় সহজ, তাই বোধয় পারিনি, পারেনি না রাখতে কথা টা, পারিনি মাখতে - মাখাতে ধুলো, খুচরো পয়সার জন্য বিকিয়ে দিইনি নিজেকে, পেরেছি রাখতে ধরে... লোভে, হয়তো সেই মুক্ত মালার ।। আচ্ছা, কিছু প্রশ্ন ছিল, ..."প্রেমিক হওয়া বোধয় সহজ, সৎ প্রেমিক হওয়া কি ?" ..."ধুলো মাখানো বোধয় সহজ, নিষ্পাপ থাকা কি ?" ..."মদ খাওয়া বোধয় সহজ, সব জেনেও বিষ পান করা কি ?" মুছে যাবে যত চাওয়া - পাওয়া, সীমান্ত পেরোনো সেই প্রেমের টানে, তবুও তুই বুঝবি কি, ফিরে আসবি কি এই গানে ? সেই চোখ ভেজা যত রাত, সেই কথা না বলার যত অজুহাত, সেই তোর আমি, তুই আমার খোঁজ নেওয়া, সেই কিছু না চেয়ে, শুধু একটু - একটু করে দেওয়া... আছি আমি, আসবো ফিরে আবার !                      ~পাগলা ©sohams8

দূর, বহু দূর ! (Far away....)

আমি কি তোর হতে চেয়েছি ? না চেয়েছি যে তুই আমার হোস ? চেয়েছি কি, তুই হত্তে দিয়ে পরে থাক আমার জন্য ? বা চেয়েছি কি, একটু আলতু করে আদর করে বল আমাকে, "খেয়েছিস?" চেয়েছি কি তোর স্পর্শ ? চেয়েছি কি তোর আলতু আদর ? চেয়েছি কি তোর ঠোঁটের ছোঁয়া ? না চাইনি, চেয়েছি বটে শুধু তোর ভালো, চেয়েছি বটে শুধু আলো... তোর জন্য, চেয়েছি, তুই যেখানেই থাক, যার কাছেই থাক, ভালো থাক, সুখে থাক।। হয়তো... চেয়েছিলাম মেঘ, পেলাম আকাশ, হয়তো চেয়েছিলাম পুকুর, পেলাম সাগর, চেয়েছিলাম হয়তো ভেলা, পেলাম বটে নৌকো, ভেসে যাওয়া জন্যে... দূর, তোর থেকে, হয়তো যাবো একদিন চলে, দূর, বহু দূর !                                            ~পাগলা ©sohams8

হয়তো অন্য কিছুই (May be anything else...)

জানি না কি ভাবে দেখিস... আমাকে তুই, জানি না কি চাস, বলিস তো ইচ্ছে নেই প্রেমের, জানি না কেন আঁতকে উঠি মাঝে - মাঝে, কথার ফাঁকে ! হয়তো, বুঝি যে তুই, লোকাচ্ছিস কিছু, দিচ্ছিস কিছু... ফাঁকি, তুই নাই থাকতে পারিস, কিন্তু আমি সবসময়ই রাজি, রাজি... তোকে হিসেব দিতে, রাজি... তোকে সময় দিতে, রাজি... তোকে জীবন দিতে ।। আছে তো তোর, প্রিয় - বন্ধু, ঐটা কেড়ে নিতে চাইনা, প্রেমিক, ঐটাও হতে চাইনা, জীবন, ঐটাও হতে পারবোনা, হয়তো, কি জানি, হয়তো অন্য কিছু, হয়েই থাকবো আমি, আসলে, নইতো রে অন্তর্যামী, তাই সবই তো আর বলতে পারিনা, কিন্তু হ্যাঁ, দেখিস,  থাকবো, পাশে, সুখে - দুঃখে, থাকবো, রাগে - অভিমানে, থাকবো, শরীরে - খারাপে, হ্যাঁ, এত থেকেও হয়তো, প্রেমিক হতে পারবোনা, হবো হয়তো... কিন্তু সেই , অন্য কিছু... অন্য কিছুই ।।                                              ~পাগলা ©sohams8

মা গো... (Mother...)

কতই না করি, বিরক্ত তোমায়... কতই না জ্বালাই, দাও যে কত কিছুই না আমাদের তুমি, ভুল করলে আরাম-ধোলাই... তারপর আবার আদর করে, ভালোবেসে...ডাকতে, রাখতে কাছে টেনে... মা গো, লুকিয়ে রাখতে, সব দুঃখ - কষ্ট নিজের, ভোলাতে সব আমাদের আপদার, বুঝতে দিতে না কষ্ট কিসের... ঋণ শোধ করা যায় হয়তো, কিন্তু এতো ভালোবাসা, যায়না করা শোধ, মা গো, আর কিছু পারবোনা যে, শুধু, যতবার নেব জন্ম, ভরবো তোমার গর্ভ... ।।                            ~পাগলা ©sohams8

মন গড়া সপ্ন (In a Dream...)

মন গড়া সপ্ন কথা হতে হতে, যেতাম কোথাও, হারিয়ে যেন, তার মৃয়দঙ্গসুরে... ভরিত, ভাসিত মন...। হ্যাঁ, হতাম বটে, মোহিত.... ছিলাম বটে, প্রেমিহৃদয়সীল, এখনো আছি... কিন্তু তফাৎ একটাই, তার মৃদঙ্গর, সুর... আর বাজে না, আর আসে না আমার কানে, হয়তো ইচ্ছে করেই, সে বাজায়ে না আর... কি জানি, হয়তো শোনাতে চায় না আর... হয়তো ভুলে গেছে, বা হয়তো, মৃত... আমি তার কাছে ! জানি না, কেন ঢেকেছে আমাকে এই অজ্ঞতার ছায়ায়... কেন রেখেছে আমাকে সেই অফুরন্ত মায়ায়... মেখেছে কেন এই অদৃশ্যের কালি, হয়েছে সব, সেগুড়ে বালি ...! কিন্তু আমি তো আশা ছাড়িনি, সকাল - সন্ধ্যা জাই তো, তার সেই মৃদঙ্গসুরের খোঁজে, পাইনা হয়তো, ভেসে আসেনা যে তার সুর.... আর.... কিন্তু আবার পাইও, সুনিও তো, সেই সুরে মোহিত হয়ে ধরি, তারস্বরে হৃদয়ের গান...। রাখি তো রে, তোকে এখনো, বুকের কোনে যত্নে, কিন্তু কেন জানি না লোকে বলে, কিছুই নয় সত্যি, সবই... মন গড়া স্বপ্নে ! মন গড়া স্বপ্নে !                                    ~পাগলা ©sohams8

স্বাধীনতার বেপারে ! (About the freedom; of India)

আজকে নাকি স্বাধীনতার দিবস।?  কি জানি, তাই তো দেখছি, শুনছি। কবে একদিন নাকি, কোনো এক সরকার এর কাছ থেকে আমাদের মাতৃভূমি মুক্তি পায়। মুক্তি ? হাস্যকর। না না,   আসলে ঐটা নয়, আমরাই ঐটা আদায় করে নিয়েছি। যারা জানে, তারা জানে, শুধু মাত্র একটা ছেলের জন্যেই এসব হলো, তার জেদ এর জন্য । একলা একা পথ হেঁটে তার তৈরি করা আজাদ হিন্দ সেনা (Azad Hind Sena), দেশ এ যেই ক্রান্তি ছড়িয়ে ছিল, তার জন্যেই এই সফলতা পেয়েছিলাম আমরা। কিন্তু, ব্রিটিশ সরকারও ছিল চালাক, গেছে তো ভাগ করে দিয়ে গেছে, প্রায় তিনটে মতন।এইটা আমি এখনো মানি না, মানব না! এবং, ওরা, দেশ টা কে এমন কিছু অজ্ঞ প্রাণীর হাতি দিয়ে গেছিলো, যারা cycle ও চালাতে জানে না, দেশ তো দূরের কথা। তখন থেকেই সেই রাজনীতি আর পরিবারতন্ত্র শুরু। আমি জানি, আমাদের নেতা, আমারদের মহান নেতাজি থাকেল দেশের এই হাল হতে দিতেন না। জানি না, উনি বেঁচে থেকেও কেন, ফিরলেন না, এলেন না ওনার ওই স্বপ্নের 'স্বাধীন' ভারত কে দেখতে। কি জানি, হয়তো ইচ্ছে করেই নেপথ্যে ছিলেন। এত কিছু ঘটার পরেও কিন্ত,পারি...আমরা পারি আবার সেই আলো জাগিয়ে আনতে, পাড়ায়-পাড়ায়, ঘরে-ঘরে, মনের মধ্যে ! ওনার অনেক বই

Simultaneity of Love

Image
Relativity....

নিঃসঙ্গতা...

কে থাকে ? থাকে কে ? কে ডাকে ? ডাকে কে ? কেউ কি রাখে ? কেউ কি ভাবে ? আমি তো ভাবি, কিন্ত কেউ কি ভাবে ? -কি জানি ? কিন্তু হ্যাঁ, আমি তো ভাবি, মনের মধ্যে, আমার পাশে, নীল আকাশে, সূর্য-চাঁদে, সে তো হাঁসে..., আরে... সে তো আসে, থাকে তো, বসেও, আবার মনের মধ্যে আঁচড় কেটেও, উড়ে যায়....! আবার কখনো, হাত ধরে, মেঠো পথ ধরে, গোধূলির আলো মেখে, চলে যায়...! আমার সঙ্গে... বাকিদের সঙ্গে ফারাক কিছু নেই, শুধু, ওই, কল্পনা তেই, আমি সীমাবদ্ধ, ওখানেই, আমি স্তব্ধ... হটাৎ দখি, ওসব কোথায়, আমি তো শুয়ে, একলা একা, আর বাকি সব, লাগছে ফাঁকা...! সেই তো, গেল তো সবাইই, রয়ে গেল বলতে একজনই, আমার প্রিয়, নিঃসঙ্গতা.... ।।                                                                 ~পাগলা😊 ©sohams8

ভালো লাগলো বলে !!!! (As I liked it...)

Image
আবার একটা পুরোনো পোস্ট ই share করলাম, .......ওই, ভালো লাগলো বলে! 

অমর রহস্য (Secret of Immortality..)

Image
মোটামুটি দুই সপ্তাহের আগের লেখা, ব্লগে দিলাম আজকেই, যদিও এর আগে ফেবু তে share করেছি ! দেখো !

না ... (No,never !)

Image
বুঝেও_বুঝগুড়ি_কাটে... কদিন আগে লেখা...

ভালোবাসা ! (LOVE !)

Image
কদিন আগে লেখা, ভালোবাসা হয়তো এরম ই হওয়া উচিত, কি মনেহয় ?                              ~~পাগলা .   

বড্ড ভালোবাসি !

ছবিতেই ছিল প্রথম দেখা, আপাতত ওখানেই, প্রথম ঝলকেই আগুনের ছোঁয়া, থমকে গেলাম সেখানেই ।। ভয়-ভয় তেই কথার শুরু, ভয়ভীত সেই পথের চলা, তারপর থেকেই নিয়মিত, এই আমাদের কথা বলা...।। তারপর, ওই... একটু আধটু মনের কথা, হৃদয়ের সব আলাপ খবর, বললাম যত জমিয়ে ছিলাম, খুললাম আমার দুঃখ-গাথা ...।। শুধু আমিই নয়, তুইও বললি কষ্ট-বিলাপ, মন যেন তোর কালো গোলাপ, বিষ পানে সে হয়েছে বিকল, একদিন... ভাঙবো রে তোর মনের শিকল... ।। নিয়ে যাবো সেই দূর পাহাড়ে, নদীর ঘাটে, গঙ্গা পারে, উড়বি রে তুই মহাকাশে, থাকবে না আর রং ফেকাশে ! আমি না....এত্তো আলো ভরবো মনে, জলবি রে তুই সর্বক্ষণই, দুঃখের পাঠ যাইবে চুকে, থৈ-থৈ হবে জীবন সুখে...।। এখনো অনেক কথাই বাকি, দপ-দপ করে মন-জোনাকি... কখনো হাঁসিস, আবার কখনো যাস যে রেগে, বুঝি তো, কষ্ট হয় তোর...চিন্তা নেই, ওসব কিছুই থাকবেনা আর, যখন... ধরবো তোর হাত টা চেপে...! রাজি আমি, তোর গানে সুর মেলাতে, হ্যাঁ তো, আড্ডা মারবো, গিলবো - কূটবো, ল‍্যাধ ও খাবো, আবার ঘুরতেও যাবো ! কিরে !? থাকবি তো তুই, বাঁধবী তো গান আমার সাথে ? সেই আশায় তো বসে থাকি, কারণ, ত