Posts

Showing posts with the label চাঁদের আলো

বর্ণনাহীন.... (The Undefined)

ভূতের দিনে, বশ করেছিল ভূত মনে, হয়ে পড়েছিলাম দিশেহারা... আলো পালনের দিনে, মানাচ্ছিলাম কালো, ঝোড়ো হাওয়া তে মনের খবরটা মোটেও যাচ্ছিলো না ভাল, এসবের সঙ্গী বলতে একজনই, আমার প্রিয় বিষাদ...।। ভেবেছিলাম কাটবে মোটে এ করেই দিনটা, তারপর সবই হঠাৎ গেল বদলে... দেখলাম....... এক জোনাকি, সে কিনা জ্বালাচ্ছে দ্বীপ... যার কিনা নিজের আলোয় আলোকিত হয় চারিদিক... যদিও ছবিতেই, কিন্তু মন বলে সামনেই যেন, দেখেই মুখে হাসি, বুক হাঁসফাঁস, জানিনা কেন... যেন মনেহলো, তার আলো রাঙাচ্ছে আমাকেই, তার ছোঁয়ায় যেন, মিশে গেছে আকাশ-পাতাল, লজ্জায় চন্দ্রে গ্রহণ লেগেছে, যেন পাহাড় চূড়ায়, ফুল ফুটেছে... মনেহয় যেন, সব, সবটাই দিয়ে দিই যেন তার জন্য, জগতের সব হাসিই যেন তার গালে যেতে পেরে ধন্য... সে যেন এক, অসীম স্নিগ্ধতা, অসীম মুগ্ধতা, মুখভরা আলো, বুকভরা ভালবাসা...! জানি, কম পড়লো, তাকে যে বর্ণনায় আনা যায়না, ধরে রাখা যায়না, সে তো সব কল্পনা, রচনার উর্ধে, সেই তো আমার প্রিয়, বর্ণনাহীন....। ~পাগলা