Posts

Showing posts from January, 2021

ভয়ের কীর্তন

মানুষ কাছে আসেনা... ভয় পায়, ভয়ের আকাশে ছবি আঁকে বালির সাগরে ডুবতে চায়। মানুষ আয়নায় দেখেনা নগ্ন নিজেকে ভয় পায় গায়ে মিথ্যের খোলস জড়িয়ে থাকে খোলস ছাড়াতে ভয় পায়। মানুষ ডানা মেলতে ভয় পায় কারোর বুকের উষ্ণতা অনুভব করতে ভয় পায়, অপরকে বিশ্বাস করতে ভয় পায়, কেননা মানুষ... নিজেকেও বিশ্বাস করতে ভয় পায়। ~পাগলা

A Hazy song

What's our fate? What's our destiny? Is it just a mirage in itself... Or a mutiny ? Is life an epidemic? Are your wounds healed ? Aren't you burning like me ? Have you... Have you ever lived ? Is life a paradox? Or, is it a living being in itself? Have you found the answer? Maybe you have...unaware of it, wandering for more,  Or maybe the path is the answer... Have you ever been loved,  the way you want? Or have you ever loved someone, just the way they are? Does the former really matters? The latter surely does. ~SS

আজকে

আজকে কোনো পংক্তি নেই আমার কলমে মাথার ভেতর শুধু জঞ্জাল সমাজের জটে আটকে আছি আমি কাটিয়ে উঠে নোংরার মায়াজাল। আজকে অনেক ভিড় ছিল জানো তবুও আমি ছিলাম একা  বলার কথা ছিল অনেক তবুও বুকের ভেতরটা ছিল ফাঁকা। আজকে কোনো কবিতা শোনাবোনা ধরবোনা কোনো ভুল-ত্রুটি আজকে আমি ছেড়ে দিলাম আজকে...আজকে আমার ছুটি। ~পাগলা