Posts

Showing posts with the label ক্ষত

ক্ষত

দুঃখ দিয়ে ভাঙবো সব, দুঃখ দিয়েই ভাঙবো সব, কষ্ট গুলো ফিরিয়ে নেব... তোকে শুধু 'হাঁসি' টুকু দেব । না... চোখ দিয়ে আর জল পড়েনা, যখন দেখি তোকে অন্যের ঘরে, দুঃখ যেসব থিতিয়ে গেছে, শুধু... জলের মতন মন টা পড়ে । এখনো সেই বাস্তবের মাঝে- দেখে ফেলি অনেকটা সপ্ন, আবার এখনো সেই স্বপ্নের মাঝে- এক ফোঁটা বাস্তব খুঁজি... দেখি তোকে আমার পাশে, আবার ছুঁতে চাই... ঠিক একটা পাগলের মত। আমার কিছুই ফুরায়নি শুধু সব দুঃখ যত, মনহয়না কিছুই...শুধু জমেছে... ক্ষতর পর ক্ষত... ক্ষতর পর ক্ষত ।।   ~পাগলা ©sohams8.