Posts

Showing posts with the label Solitude Field Theory

কথোপকথন

আমি নিজেকে বলি – ভাল থেকো। বলি ভাল থেকো, ভাল থেকো আমার জানলা, ভাল থেকো পাহাড়, ভাল থেকো ছোট্ট নদী, নদীর ধারের সরু রাস্তা ভাল থেকো কুকুরেরা, ভাল থেকো আমার মন, আমার স্বপ্নের মাঝে দেখা স্বপ্ন গুলো, ভাল থেকো পেটের ব্যাথা- ভাল থেকো আমার ঘাম তুমিও ভাল থেকো, চোখ বোঝা কালো অন্ধকার – তুমিও, ভাল থেকো আমার চোখের জল – ভয় পেওনা আমি, সবাই ছেড়ে চলে গেছে তাই আর ছেড়ে যাওয়ার কেউ নেই আর, তাই ভাল থেকো। আমার মা, ভাল থেকো।   আমার নিস্তব্ধতা, ভাল থেকো। আর হ্যাঁ, তুমিও ভাল ভাল থেকো।   ~ সোহম ২৩ নভেম্বার ‘২৩ ব্রাতিস্লাভা 

বিদেশের প্রথম কবিতা : প্রেম

গোটা জগৎ ধরে ফেলতে চাই  এক নিমেষে সব করেও ফেলি বোতলবন্দি যত রাজ্যের অঙ্ক গুলো                      তবুও মনেহয় পুরতে পারলাম না কিছু একটা সেই বোতলে: নিজেকে। মাথার ভেতরের হারামীটা সব জানে তবুও ফাঁকা বোতল নিয়ে ছোটায়, নিশ্বাস আর প্রশ্বাস - এর মাঝে চোখের পাতা ফেলা - এর মাঝে শেষ দুটো পংক্তির মাঝে,                 অসংখ্য ঘটনা ঘটে গেছে,                 বীভৎস একটা ফাঁক থেকে গেছে, আমার দ্বারা সেটা পূরণ করা সম্ভব নয়। তবে তোর         আর আমার ঠোঁটের মাঝে যেন একটা  অণুও গলতে না পারে, এর ব্যাবস্থা আমি করবো ... এই মানুষ নামক জানোয়ারটা এটুকুই পারে শুধু, ব্যাস। ~সোহম ২৬.১২.২২  ব্রাতিস্লাভা