Posts

Showing posts from August, 2022

দু - চারটে অন্ধকার পংক্তি

আমার মনের টুকরো গুলো ভেসে গেছে সঙ্গীহীনতার জঙ্গলে, অণুর চেয়েও ক্ষুদ্রতর এক একটা রাজপ্রাসাদের মত, সৈন্যরা পরাজিত যার,            বসে আছে রাজা শুধু, নেই কোনো দাসী বা চাষী, শুনবে না কেউ কোনো কান্না তার, তারও মনের অসংখ্য টুকরো পড়ে আছে... সেগুলি কে পাতালে পুঁতে দিলে সমস্ত দূষণ চুষে নিতে পারে। এক একটা কণায় গ্রন্থিত                        সবই এমনকি পৃথিবীর লাশটাও মানুষের বিয়োগভ্যাস, তবে এটা লিখে দেওয়া সম্ভব না যে, এরপর গর্ভ থেকে মৃত মানুষ জন্ম নেবে না... আমাদের কি অনেকটা দেরি হয়ে গেছে? তাই কি? ~সোহম ০৬.০৮.২২