Posts

Showing posts from February, 2019

চল মিষ্টি সেই সেখানে...

চল মিষ্টি সেই সেখানে, আকাশ-পাতাল যায় মিশে যেখানে, যেখানে রামধনুও মেশে মাটিতে, পৌঁছে যাব ঠিক... হাঁটিতে-হাঁটিতে... চল মিষ্টি তাদের দেশে, যাদের মনের মধ্যে সাদা আছে, আর মাটির মধ্যে কাদা, তারা আগুন দিয়ে প্রদীপই জ্বালায়, নয় গাছের পাতা... ...জানিস! তাদের রাস্তা গুলোই ঘোরানো-পেঁচানো, মন গুলো কিন্তু সোজা, চুল টাও হয়তো পেঁচানো...অনেকটা আমার মত, কিন্তু হাঁসি খানি একেবারে খাজা... মিষ্টি! কিরে ?!... জানিস ওরা সত্যি খুব ভাল রে, ঠুনকো প্রেমের নাকি তারা ধারই ধারেনা, তুচ্ছতার মানেই নাকি তারা জানেনা... জানিস...ওরা নাকি, প্রেম বললেই আঁকড়ে ধরে, অশ্রু জলে বুকটি ভরে, তখন তারা, আমি-তুমি মানেই বোঝে না...! কোথাও যেনো হারিয়ে চলে, পরের সুরে কথা বলে... বলে তারা... "ভালবাসার ঋণ হয়না, হয়না কোনো শর্ত, ভালোবাসায় সামর্থ হয়না, হয়না কোনো অর্থ... ঐতো যেটা জগৎ বানায়, ওইতো স্বপ্নপুর, দেয়ে নিথর দেহে প্রাণের আলো, দেয়ে নীরব গানের সুর... ও, নিজেই শর্ত, নিজেই অর্থ, হয়তো মানব জাতির, ঐটাই... সর্বোচ্চ...!!!" ...কিরে মিষ্টি, জাবি তো ?...                          ~পাগলা😊 ©sohams8