নোংরা জীবন
স্বপ্ন দেখা দুঃস্বপ্ন এখন চারিদিকে মৃত্যু অসংখ্য অমাবস্যা রাতের পর রাত তবুও জেতার জন্যে নিয়ম ভাঙা অজুহাত। জীবনটাকে রণক্ষেত্র বানিয়েছই তোমরা ফেলেছো পথের মধ্যে কাঁটা ঠোঁটে চুমু নয়, রক্ত লেগে থাকে এখন দেশ হয়েছে কসাইখানা আর মানুষ: পাঁঠা! ধর্ম এখন কর্ম, শুড়শুড়ি সারা শরীরে আত্মা বলে কিছু নেই এখন, পুরোটাই সারা শরীরে। ~পাগলা