Posts

Showing posts from July, 2023

অট্টহাস্য

বিভিন্ন মানুষ কত কথা বলে যায় স্বভাবে 'তুমি তুমি' করেই মরি আমি তাও কেন  রক্ত মাংসের মানুষ বলে সবাই তবুও  মাথার ভেতরের দেয়াল ভেঙে উড়ে যেতে চায় সে আকাশে, রঙ তুলি ঘাসের মতন -  টানলে ছিঁড়ে চলে আসবে আমার চুল নির্ভুল - বানান ঠিক আছে তবুও নেই ঠিক  সেই প্রাচীন দেশের সেই অকথ্য সুখ। আমাকে দিতে দাও ঝাঁপ ছাদ থেকে,  মরবোনা - উড়ে যাবো কোথাও একটা  আমার মধ্যে বাসা বেঁধেছে সে, সস্তা কবিতা লেখাচ্ছে শালা আমাকে দিয়ে, কালো কালিও ফুরিয়ে যাচ্ছেনা, কি যে করি বলো - বরং একটু কাঁদো তুমি বসে বসে -  আর অট্টহাস্যে মেতে যাই আমি।  কিম্ভূতকিমাকার  ~ সোহম  জুলাই ২৪, ২০২৩   হাওড়া।