স্বাধীনতার বেপারে ! (About the freedom; of India)
আজকে নাকি স্বাধীনতার দিবস।? কি জানি, তাই তো দেখছি, শুনছি। কবে একদিন নাকি, কোনো এক সরকার এর কাছ থেকে আমাদের মাতৃভূমি মুক্তি পায়। মুক্তি ? হাস্যকর। না না, আসলে ঐটা নয়, আমরাই ঐটা আদায় করে নিয়েছি। যারা জানে, তারা জানে, শুধু মাত্র একটা ছেলের জন্যেই এসব হলো, তার জেদ এর জন্য । একলা একা পথ হেঁটে তার তৈরি করা আজাদ হিন্দ সেনা (Azad Hind Sena), দেশ এ যেই ক্রান্তি ছড়িয়ে ছিল, তার জন্যেই এই সফলতা পেয়েছিলাম আমরা। কিন্তু, ব্রিটিশ সরকারও ছিল চালাক, গেছে তো ভাগ করে দিয়ে গেছে, প্রায় তিনটে মতন।এইটা আমি এখনো মানি না, মানব না! এবং, ওরা, দেশ টা কে এমন কিছু অজ্ঞ প্রাণীর হাতি দিয়ে গেছিলো, যারা cycle ও চালাতে জানে না, দেশ তো দূরের কথা। তখন থেকেই সেই রাজনীতি আর পরিবারতন্ত্র শুরু। আমি জানি, আমাদের নেতা, আমারদের মহান নেতাজি থাকেল দেশের এই হাল হতে দিতেন না। জানি না, উনি বেঁচে থেকেও কেন, ফিরলেন না, এলেন না ওনার ওই স্বপ্নের 'স্বাধীন' ভারত কে দেখতে। কি জানি, হয়তো ইচ্ছে করেই নেপথ্যে ছিলেন। এত কিছু ঘটার পরেও কিন্ত,পারি...আমরা পারি আবার সেই আলো জাগিয়ে আনতে, পাড়ায়-পাড়ায়, ঘরে-ঘরে, মনের মধ্যে ! ওনার অন...