Posts

Showing posts with the label Humanity

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। সবে তো হয়েছে মন্দির স্থাপন, ঘর জ্বালানো, কটা মাত্র ধর্ষণ; সবে তো কয় লক্ষ মানুষের পেটে আগুন জ্বলছে; সবে তো শিক্ষিতরা ধরনা দিয়ে মরছে - বর্বররা দেশ চালাচ্ছে; এইতো সবে মানুষ পশু হতে শিখেছে, নিজের স্বার্থে কাজ করতে শিখেছে... এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এইতো সবে মানুষ ভরাপেটে আকাশের তারার দিকে তাকাতে শুরু করেছে, সবে মাত্র মানুষ মানুষকে প্রনাম করতে শিখেছে, এইতো সবে মানুষ গোল কে গোল, সাদা কে সাদা বলতে শিখেছে, সবে মাত্র মানুষ মানুষের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, এইতো সবে মানুষ মানুষকে জয় করতে শিখেছে, সবে মাত্র কর্তৃত্বের চোখে চোখ রাখতে শিখেছে... এই সবে সুড়ঙ্গ শেষের আলোটা দেখতে পেয়েছে, এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে! এখনো, অনেকটা মানবতা শেখা বাকি আছে! ~পাগলা

মানুষের রং

মানুষ কখন পাল্টি খাবে, ডান বলে সে বামে যাবে, স্বচ্ছ জলে রং মেশাবে, নাটকে সে মন পোষাবে । সত্য খুশি ভুলে যাবে, নকল সুখে পেট ফোলাবে, পয়সা দিয়ে রুগী হয়ে, পয়সা দিয়েই সুস্থ হবে । সরল প্রেম জলে দেবে, নোংরা প্রেমের দাসী হবে, নিজের পায়ে কুরুল মেরে, লোকের কাছে কাঁদন গাবে । যেই প্রেম হৃদয় জোড়ে, মানুষ তাকে তুচ্ছ ভাবে, তবে... যেই প্রেম জকঝকানি, সেই প্রেমটি চেটে খাবে। আসলে, মানুষ মানুষকে তুচ্ছ ভাবে, পারলে যেন... ভগ্ন করে চিবিয়ে খাবে, বিনয় যে তার লো প পেয়েছে, ভালবাসা পথ ছেড়েছে, সবার ভাল হওয়ার চেয়ে, এখন... 'আমার' ভাল বড় হয়েছে ।।                                    ~পাগলা ©sohams8