Posts

Showing posts from August, 2023

বয়ে যায়

আমার তলপেটে অনেক হিজি বিজি কেটে রেখে দিয়েছে কেউ – মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলেও, চুপ – করে বসে থাকতে হবে এখন, সবই বয়ে যাবে মেঘের মতন, তুমি চিন্তা কোরো না, আমিও ভাবছিনা আর শুধু বুঝতে পারছি একটা ঝড় বয়ে যাচ্ছে   তোমার আমার রোগ গুলো কোনও রোগই না, ওগুলো ভালবাসার, ভালবেসে ফেলার নক্ষত্র – আসল রোগ আমি দেখেছি – ভালবাসতে না পারা আসল রোগ।   আমি জানি তোমারও রক্তস্নাত অবস্থা, বয়ে যেতে দাও – আমাদের রক্ত গড়িয়ে গড়িয়ে গিয়ে মিশবে সেই মহাসাগরে – যেখানে মিশেছে প্রত্যেকটা বিদ্রোহীর রক্ত; যেতে দাও বয়ে, দিন শেষে এসে শুয়ে পরবে আমার বুকের শান্ত গভীরতায়। ~ সোহম    ব্রাতিস্লাভা,   ২৮এ আগস্ট ২০২৩