জন্ম-মৃত্যু
আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই । আমার আছে রূপান্তরণ, কখনো অগ্রগমন, কখনো অবনতি, কখনো ধুলো হয়ে যাওয়া, কখনো সূর্য হয়ে আলো দেওয়া... শেখা-শেখানো, আর শুধুই দেওয়া আর দেওয়া... কখনো বেঁচে থাকতে মরা, কখনো মরে উঠে বাঁচা। জীবন নয় এক খাঁচার মধ্যে, জীবন প্রতিটি কণিকায়, তুমি দেখছো জীবন আছে... নাহলে সবই শূন্যে ভাসে... সবই শূন্য, সবই সর্ব...সবই অন্তহীন... আবার সবাই বলে এবার আসি এসব ছেড়ে পালাই... হ্যাঁ, আমার মত তোমারও, কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই ।। ~পাগলা ©sohams8