Posts

Showing posts with the label Love

খুব ঘামছি আজকাল

  শীতকালেও বড় ঘামি আমি তুমি – আমাকে তোমার সাথে কথা বলতে বোলোনা এখন, আমি নিজের কাছেও বোবা হয়ে বসে আছি, শুধু বিষণ্ণ মেঘের কালো বৃষ্টিতে ভিজে চলেছি। সত্যি বলতে ভাল নেই আমি, পাশের বাড়ির ফর্সা ঠাকুমা সিগারেট ধরিয়েই চলেছে আমি ভাবতাম শুধু ব্যাটাছেলেরাই বিষাক্ততা গিলতে ভালবাসে, এই সমাজে যে গণমৃত্যুর উৎসব চলছে তাতে সবাই নাম লিখিয়েছে, আমি ছাড়া   তুমি কি শুনেছো, ভারত চাঁদে গেছে আর গরীবগুলোকে ফেলে গেছে পৃথিবীর বুকে, ফিরে এসে এদের ফসিল নিয়ে ভালই ব্যাবসা করা যাবে বলে শুনছি হিন্দি খবরের  চ্যানেলে, তাই হয়তো বড় ঘামছি এখন আমি, কে জানে – এই কবিতাটা শেষ করতে করতেই আমি না পুরো জলই হয়ে যাই… ~ সোহম ০৩ সেপ্টেম্বর ২০২৩ ব্রাতিস্লাভা

তাড়াতাড়ি এসো আজকে কিন্তু...

যখন আমি দেখিনা তোমায় তখনও তোমায় দেখি, কেননা তোমায় বুঝি না দেখে থাকা যায়না। এক নাস্তিককে হঠাৎই, তুমি বানিয়ে দিয়েছো মস্ত বড় আস্তিক;  আমি পেয়েছি তোমায় সেভাবেই, যেভাবে মৎজার্ট পেতো নিজের সুরের সন্ধান।  কেন, কখন, কিভাবে জানিনা যে কিছুই আমি, শুধু উঠে দেখি ঘুম থেকে একদিন: বুকের মধ্যে বেহালা বেজেই চলেছে, করা যাচ্ছেনা বন্ধ। ঘুম থেকে উঠলাম এবার;  হ্যাঁ, স্বপ্ন ছিলনা ওটা। দুবার ঘুম থেকে ওঠা যায়না। মনেহয় গোটা জীবনটাই একটা স্বপ্ন, সমস্ত মানুষই স্বপ্ন; শুধু আমি, আর তুমি ছাড়া। এইযে কষ্ট করে এতগুলো পংক্তি পড়লে তুমি,  কি দরকার ছিল?  আজকেই তো আসবে আবার আমার বুকে ।। ~সোহম ১০.০৯.২২

কিছু কথা

আজ তোমাকে কিছু কথা বলতে চাই দাঁড়িয়ে সেই নির্জন দ্বীপের পারে যাতে লজ্জায় দিতে পারি ডুব ওই গভীর অসীম সাগর মাঝে। "আজ আমার আর জোর নেই হেরে গিয়েছি তোমার কাছে জানো আমার কান্না পেয়েছে অনেক কাঁদবে কি তুমি আমার সাথে?" ~পাগলা @sohams8

খুব জরুরি

আমার মনের অসীম গভীরতার মাঝে  আটকে থেকে যায় কবিতাগুলো বিছানার চাদরে যেমনি জমে থাকে আমাদের অকথ্য আলোচনা,  পোশাকে আমরা চিনতে পারিনি একে-অপরকে  তাই জরুরি তোমার আমার নগ্নতা, আমাকে তোমার, তোমাকে আমার দেখাটা খুব জরুরি, জরুরি ঠোঁটের কামড়, জরুরি অসভ্যতা জরুরি বিচারহীন নীরবতা, জরুরি দুজনে একে-অন্যের মন-শরীরের কবিতা গুলো পড়া...খুব জরুরি। ~পাগলা

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। সবে তো হয়েছে মন্দির স্থাপন, ঘর জ্বালানো, কটা মাত্র ধর্ষণ; সবে তো কয় লক্ষ মানুষের পেটে আগুন জ্বলছে; সবে তো শিক্ষিতরা ধরনা দিয়ে মরছে - বর্বররা দেশ চালাচ্ছে; এইতো সবে মানুষ পশু হতে শিখেছে, নিজের স্বার্থে কাজ করতে শিখেছে... এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এইতো সবে মানুষ ভরাপেটে আকাশের তারার দিকে তাকাতে শুরু করেছে, সবে মাত্র মানুষ মানুষকে প্রনাম করতে শিখেছে, এইতো সবে মানুষ গোল কে গোল, সাদা কে সাদা বলতে শিখেছে, সবে মাত্র মানুষ মানুষের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, এইতো সবে মানুষ মানুষকে জয় করতে শিখেছে, সবে মাত্র কর্তৃত্বের চোখে চোখ রাখতে শিখেছে... এই সবে সুড়ঙ্গ শেষের আলোটা দেখতে পেয়েছে, এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে! এখনো, অনেকটা মানবতা শেখা বাকি আছে! ~পাগলা

আজকে এলাম...

আজকে তুমি ঘর নও আজকে তুমি অপরিচিত আজকে রয়েছে ঝড়ের আভাস আজকে বিনাশ আশঙ্কিত। আজকে দেশে শান্তি নেই আজকে মহামারীর আবির্ভাব আজকে শুরু ঘৃণার দিন মনের ওপর নিম্নচাপ। আজকে দেশে মারামারি আজকে বাতাসে ঘৃণার বিষ আজকে ফুলের মৃত্যুদিন আজকে আমার লগ্নশেষ। আজকে বাঁচার সময় নেই মৃত্যু ডাকে গেলাম, পারলে তুমি কালকে এসো আজকে আমি এলাম। ~পাগলা

কদম ফুল

কদম ফুল চেয়েছিলে তুমি সেইদিন, দিতে পারিনি আমি। দক্ষিনা বাতাসের মত উড়ে বেড়াতে তুমি  বৃষ্টি হয়ে পড়তে আমার মাথায়, গায়ে মিশে যেতে তুমি তোমাকে... হয়তো কিচ্ছু দিতে পারিনি আমি। আজও কিন্তু দাঙ্গা লাগে জানো আজও ধর্মের ভেদাভেদ আজও বাচ্ছা ক্ষুধায় মরে আজও নেতাদের পকেট ভার। তবে আজও আমি ওই নদীর ধারে বসি একা-একা তবে নদীর এখন অবস্থা বেহাল সেই নীল জলে যে পা ডোবাতাম সেই জল এখন সিঁদুরে লাল... নদীর ধার দিয়ে হাঁটতে থাকি তাই  কখনো খুঁজি তোমাকে, কখনো আমার ভুল জানিনা কবে আমি ডুবে যাবো ওই নদীতে... তবে হ্যাঁ, তোমাকে দিয়ে যাবো তোমার সেই প্রিয়... কদম ফুল ।। ~পাগলা ©sohams8

All Because of ME

Once I knew a man, who was wounded in Love Once I knew a star who was burnt in light Once I knew a sea who drowned in water... Once... Once I met the sky who told me "It's a lie". Once a girl had promised me that she'd never let me cry It was soon when I remembered the man Later I remembered the sky Once I fell in Love with a girl who shone like a star who was far far away, who was vast as the sea and miles deep down... No it wasn't soon when I understood that I may see her as a star or perceive as the sea But it's not because of her... But all because of me !    ~SS

মনুষ্য হে

ছেড়ে দেওয়া, নিজেকে... জলের মতো। মেলে দেওয়া, নিজেকে... আকাশের মতো। সেই আমি কে শেষ করে দেওয়া, সেই তোমারও শেষ হয়ে যাওয়া। সেই জলে ভাশা, জল হয়েই... সেই নরম আশা, তার কাছেই... আর তার-আমার না থাকা সংসার না বেঁধে, সংসার হয়ে যাওয়া। মনুষ্য হে, এ পথ উঁচু...তোমাদের জন্য নয়, নোংরা মাখো তোমরা, মনে নিয়ে হিংসা-ভয়... অহং রঙে রেঙে তোমরা করো, তোমাদেরই বিশ্ব জয়। মনুষ্য হে, এ পথ উঁচু... এ পথ ঈশ্বরের... এ পথ তোমাদের জন্য নয়।।      ~পাগলা

মহাভারত

সরল রেখা খুবই কঠিন আঁকা-বাঁকা ভাল, মুখে বলো সাদা মন মনের ভেতর কালো। সত্য-ধর্ম গেয়ে গান পরাজয়ই প্রাপ্য, ধর্মের পথ ফেরাতে তাই... অধর্মই কাম্য। তোমরা যতই হও কালো আরো ভালো সাজো, দুঃখের সঙ্গে বলতে হবে... "অস্বথামা হত... ইতি গজ !"                        ~পাগলা @ সোহম

Lost and Won

Just when I thought, I won... I thought again..."Did really I ?"... The answer came, at first it felt like a heart, later I realised, it just...was a shadow... carved with grievance whose path was lead to grief. Just when I thought I lost, I needn't need a thought again... The answer came, it was again a heart this time... Maybe a real one this time, filled with Love and full of colours... It was the reward for the defeat...in the battle of 'I's, in the battle of egos... It was a reward that I got... A heart full of Love... It was to know, to understand... when to lose, and when not to win, and to perceive that it was a battle... Without a loser, and a winner... When both are the losers, then both... are the winners ... !                                ~পাগলা😊                               © sohams8

কুকুর হওয়াই ভাল

ভুল করলে শাস্তি হবে ঠিক করলে ভাব, 'না' বললে পড়বে চাঁটি, 'হ্যাঁ' বললে আমের আঁটি। সোজা চললে আর হবেনা, ব্যাঁকা চললে ভাল... মানুষ হলে আর হবেনা, তাই... কুকুর হওয়াই ভাল... ।। ভালবাসলে জুটবে লাথি, পাত্তা দিলে জুতো, আবার লোক দেখিয়ে ভান করলে জুটবে ভূয়ো স্নেহ... তাই তোমাদের দিলাম বাণী, মনে রাখাই ভাল... মানুষ হলে আর হবেনা, তাই ... কুকুর হওয়াই ভাল ... ।।                            ~পাগলা ©sohams8

Promises...

Promises are meant to be kept... for some. For some, it's an insignificant game. Letters are meant to be read alone, for some it meant to expose. Love, like these is meant... just to Love...for the sake of Love... But for some, it's meant to play, this time... a significant game. Rain may stop, rivers may freeze, The air may stop blowing... also the justice, the truth may stop flowing... But as we know, they're never hidden... The Sun, The moon, The Truth... The Time takes the charge... Or must, come the saviour to fight and dig out the truth... To establish... Light in earth ! ...... This is the time, When the Time as well as the Saviour has come, to rescue the mankind...to establish light, To teach how promises are kept. To teach how letters are read, To teach, How to Love !                      ~পাগলা    ©sohams8

মানুষের রং

মানুষ কখন পাল্টি খাবে, ডান বলে সে বামে যাবে, স্বচ্ছ জলে রং মেশাবে, নাটকে সে মন পোষাবে । সত্য খুশি ভুলে যাবে, নকল সুখে পেট ফোলাবে, পয়সা দিয়ে রুগী হয়ে, পয়সা দিয়েই সুস্থ হবে । সরল প্রেম জলে দেবে, নোংরা প্রেমের দাসী হবে, নিজের পায়ে কুরুল মেরে, লোকের কাছে কাঁদন গাবে । যেই প্রেম হৃদয় জোড়ে, মানুষ তাকে তুচ্ছ ভাবে, তবে... যেই প্রেম জকঝকানি, সেই প্রেমটি চেটে খাবে। আসলে, মানুষ মানুষকে তুচ্ছ ভাবে, পারলে যেন... ভগ্ন করে চিবিয়ে খাবে, বিনয় যে তার লো প পেয়েছে, ভালবাসা পথ ছেড়েছে, সবার ভাল হওয়ার চেয়ে, এখন... 'আমার' ভাল বড় হয়েছে ।।                                    ~পাগলা ©sohams8

Oh let The Lord

Oh let The God forgive me, Forgive me for not praising you, Forgive me for not blaming you for the catastrophe, Forgive me for not treating you as you should be, Oh let, please let The God forgive me... Forgive me... Oh let the The Lord pardon me, Pardon me for praising you, praising you how less that you shouldn't be, Pardon me for blaming you for the mediocrities, Pardon me for treating you as I think you should be... Oh let, please let the The Lord pardon me, Pardon me... For you, I don't know how much you should be treated... Forgive me, for the mediocrity to weigh you... Pardon me, for the audacity to judge you... For you, your vastness can never be weighed, Your beauty can never be judged... Only be felt... Smelled... Felt by Heart... Felt by Everything...                                           ~SS😊                                            পাগলা ©sohams8

ভালবেসেছি...

পূর্ণিমার চাঁদ কে ভালবেসেছো ? আমি তো অমাবস্যা কে ভালবেসেছি... প্রেমে অভেদ্য হয়ে থেকেছো ? আমি তো বিঁধতে দিয়েছি নিজেকে... 'আত্ম'-সম্মান বজায় রেখেছো ? আমি তো তাকে বজায় রেখেছি... ভালবেসে সব কিছু পেয়েছো ? আমি তো প্রতিবস্তু হারিয়েছি... প্রেমে তুমি পাথর হয়েছো ? আমি কিন্তু জল হয়েছি... প্রেমে তুমি বদলা নিয়েছো ? আমি তার চোখের জল নিয়েছি... প্রেমে তুমি দুঃখ দিয়েছো ? আমি আমার হাঁসি টা দিয়েছি... তুমি জিতেও কি ধনী হয়েছো ? তুমি পেয়েও কি খুব কেঁদেছো ? ... আমি হেরেও যে সব জিতেছি... আমি ব্যর্থ হয়েও খুব হেঁসেছি... কারণ আমি ভালবেসেছি... কারণ...আমি ভালবেসেছি...!! ||                                       ~পাগলা😊 ©sohams8

বড্ড ভালোবাসি !

ছবিতেই ছিল প্রথম দেখা, আপাতত ওখানেই, প্রথম ঝলকেই আগুনের ছোঁয়া, থমকে গেলাম সেখানেই ।। ভয়-ভয় তেই কথার শুরু, ভয়ভীত সেই পথের চলা, তারপর থেকেই নিয়মিত, এই আমাদের কথা বলা...।। তারপর, ওই... একটু আধটু মনের কথা, হৃদয়ের সব আলাপ খবর, বললাম যত জমিয়ে ছিলাম, খুললাম আমার দুঃখ-গাথা ...।। শুধু আমিই নয়, তুইও বললি কষ্ট-বিলাপ, মন যেন তোর কালো গোলাপ, বিষ পানে সে হয়েছে বিকল, একদিন... ভাঙবো রে তোর মনের শিকল... ।। নিয়ে যাবো সেই দূর পাহাড়ে, নদীর ঘাটে, গঙ্গা পারে, উড়বি রে তুই মহাকাশে, থাকবে না আর রং ফেকাশে ! আমি না....এত্তো আলো ভরবো মনে, জলবি রে তুই সর্বক্ষণই, দুঃখের পাঠ যাইবে চুকে, থৈ-থৈ হবে জীবন সুখে...।। এখনো অনেক কথাই বাকি, দপ-দপ করে মন-জোনাকি... কখনো হাঁসিস, আবার কখনো যাস যে রেগে, বুঝি তো, কষ্ট হয় তোর...চিন্তা নেই, ওসব কিছুই থাকবেনা আর, যখন... ধরবো তোর হাত টা চেপে...! রাজি আমি, তোর গানে সুর মেলাতে, হ্যাঁ তো, আড্ডা মারবো, গিলবো - কূটবো, ল‍্যাধ ও খাবো, আবার ঘুরতেও যাবো ! কিরে !? থাকবি তো তুই, বাঁধবী তো গান আমার সাথে ? সেই আশায় তো বসে থাকি, কারণ, ত