খুব জরুরি

আমার মনের অসীম গভীরতার মাঝে 
আটকে থেকে যায় কবিতাগুলো
বিছানার চাদরে যেমনি জমে থাকে আমাদের অকথ্য আলোচনা, 
পোশাকে আমরা চিনতে পারিনি একে-অপরকে 
তাই জরুরি তোমার আমার নগ্নতা,

আমাকে তোমার, তোমাকে আমার দেখাটা খুব জরুরি,
জরুরি ঠোঁটের কামড়, জরুরি অসভ্যতা
জরুরি বিচারহীন নীরবতা,
জরুরি দুজনে একে-অন্যের মন-শরীরের কবিতা গুলো পড়া...খুব জরুরি।

~পাগলা














Comments

Popular posts from this blog

ভ্যানিশ

কথোপকথন

খুব ঘামছি আজকাল