তোমার সেই কথা গুলো...
তোমার হাঁসিটা এখনো মনে আছে তোমার দুঃখ এখনো মনে ভাসে তোমার পদবীবদল হয়েছে জানি তোমার ঠোঁটে আজ আমার ঠোঁট নেই... তবুও আজ তোমার কথা গুলো মানি। তোমার অজানা কথা আজও নতুন করে জানি তোমার মনের আঁকশি তে আজ অন্য মাছ ফেঁসেছে তবুও আমার বুকের এখনো সেই... আঁকশি-ক্ষত বোঝেনি...আমি জানি, তবুও আজ তোমার কথা গুলো মানি। আজ তোমার শরীরে আমার গন্ধ নেই তবুও আমার মনে তোমার ছবি আছে, রক্ত দিয়ে এঁকেছিলাম আমি... তাই এখনো মোছেনি, তোমায় ভালবাসার সাধ এখনো মেটেনি অন্য কাউকে জানার এখনো সময় হয়ে ওঠেনি... আমি জানি... তাই তবুও, আজ তোমার সেই কথা গুলো মানি ।। ~পাগলা