Posts

Showing posts from December, 2018

আলাদা (Different)

হিংসার পারদ আকাশ ছুঁয়েছে, 'আমাদের' গুলো 'আমার' হয়েছে, আলোকিত সত্য, কালকিত হয়েছে, ঘৃণার ধুলোয় চশমার কাঁচ ঢেকে গিয়েছে... ...রোদ... কালও ওঠেনি, আজও উঠবেনা...! উঠবে তো প্রশ্ন, অযোধ্যায়,আলিগড়ে,আর মানুষের মনে, রাম কে কি উঁচু তে বসানো হবে, না পাঠানো হবে কোনে !? সত্য, ধর্মের কথা... আদৌ কি কেউ শোনে ? কেউ করে আজান, আবার কেউ বা গাজন, বলি ভালবাসার নাম করেই বা কজন ? কজনই বা বোঝে যে, ধর্ম দিয়ে শুধু আগুন জ্বালানো নয়, ফুলও ফোটানো যায়... ধর্ম দিয়ে আলাদা নয়, একও হওয়া যায়...! এদিকে জ্বলছে মন, ওদিকে দেশ, কাটছে দিন, শুধু কাটছে না সেই আগুনের রেশ, বুঝবে যে কখন, বুঝবে যে কজন...কে জানে... চোখের সামনে যাকে দেখো নিম্ন, জোচ্চোর, কৃপণ, চোখে বুঝলেই দেখবে সে তোমার বড়ই আপন... ।।।                                                               ।।।                                              ~পাগলা😊 ©sohams8

ভালোই আছি...

শুরু করেছিলাম পথ হাঁটা, অসীম ছোঁয়ার ইচ্ছে নিয়ে, নেশাগ্রস্থ প্রাণীর মত, বাস্তবতা চুলোয় দিয়ে... মনে মনে তো কথা বলি, তার সুরে তে এখনো বাঁচি, শুধু... তির টা গেছে বুকটা চিরে, নাহলে, এমনি আমি ভালোই আছি... শুধু মেঘের কালো ঘনিয়ে গেছে, তবুও আঁধারে আলো খুঁজতে আছি, সাত জন্ম পথ পেরোবো কই, এখনো শূন্য তেই আটকে আছি... মিথ্যে সত্যি টা এখনো জ্বালিয়ে রাখি, কখনো নিজেই নিজের কাছে মিথ্যুক সাজি, আসলে, শুধু... তির টাই গেছে বুক চিরে, নাহলে, এমনিতে আমি ভালোই আছি...                                                         ~পাগলা😊                                   ©sohams8