Posts

Showing posts with the label মরতে চাই

মরতে চাই

অনেক জিতেছি তোমার কাছে আজকে আমি হারতে চাই... হারতে চাই কারোর কাছে। অনেক আমি পেয়েছি শরীর, আজকে আমি কারোর বুকের গন্ধ চাই, আজকে আমি কাঁদতে চাই, আজকে আমি মরতে চাই। আমি আজকে ছেলেমানুষ হতে চাই, আজকে আমি খালি গায়ে ঘুমসি পরে ঘুরতে চাই, আজকে আমি কাদা মেখে ডোবায় ডুব দিতে চাই, আজকে আমি হারিয়ে গিয়ে আবার বাড়ি ফিরতে চাই, আমি আজকে আমায় আবার পেতে চাই, আজকে আমি কিচ্ছুনা... আজকে শুধু আমায় চাই। আমি শুধু আষ্টে-পিষ্টে কাউকে জড়িয়ে শুতে চাই কারোর কাছে মায়ের মত নিঃশুল্ক আদর পেতে চাই আজকে আমি কারোর হাতে ক্ষত-বিক্ষত হতে চাই আজকে আমি মরতে চাই, আজকে আমি হারতে চাই। ~পাগলা