আজকে
আজকে কোনো পংক্তি নেই আমার কলমে মাথার ভেতর শুধু জঞ্জাল সমাজের জটে আটকে আছি আমি কাটিয়ে উঠে নোংরার মায়াজাল। আজকে অনেক ভিড় ছিল জানো তবুও আমি ছিলাম একা বলার কথা ছিল অনেক তবুও বুকের ভেতরটা ছিল ফাঁকা। আজকে কোনো কবিতা শোনাবোনা ধরবোনা কোনো ভুল-ত্রুটি আজকে আমি ছেড়ে দিলাম আজকে...আজকে আমার ছুটি। ~পাগলা