মিডিয়া ও মানুষ
মানুষ আজকাল নিজের বাড়িতে থাকার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও থাকে, জেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। বার-বার ফোন চেক করার প্রবণতার সাথে সাথে আজকের স্ট্যাটাসটা কি হবে, কজন লাভ রিয়্যাক্ট দেবে সেই চিন্তা আমাদের গ্রাস করে। এখানে আমাদের কথাটা ব্যবহার করলাম কারণ এখন ৯০% লোকের কাছে হয়তো স্মার্টফোন আছে এবং তাদের মধ্যে কিছু লোক এইটা পড়ছেনও। আজকে আমাদের পপুলারিটি তথা ভ্যালু বিচার হয় কার কটা লাইক পড়ছে দেখে, এখন আবার লাভ রিয়াক্ট বেরিয়েছে...ব্যাপারটা অনেকটা ভোট দেওয়ার মত, ৫০০০ গরু পার্টির পক্ষে ভোট দিয়েছে, আর ৪০০০ জন উন্নতি পার্টি কে, তাই গরু পার্টি চ্যাম্পিয়ন। আসলে এইটা লোকে ভুলে গেছে গরু পার্টি কে গরু রাই ভোট দেয়(হ্যাঁ, আর গাধাও), আর আমাদের মানুষের সভ্য সমাজ বানাতে হবে, গরুদের নয়। আমাদের কিন্তু একটা জিনিস খুবই সহজ হয়েছে, সময় কাটানো, বা যাকে বাঙালিরা বলে time-pass। কিন্তু সেই time-pass করতে গিয়ে আমরা কিন্তু অনেক মূল্যবান জিনিস হাতছাড়া করছি; যেরম নিজের সঙ্গে সময় কাটানো, আমরা ভুলে গেছি নিজেকে: মানে নিজের ভেতর টাকে, নিজেকে ভালবাসতে, নিজেকে চিনতে, নিজের কোথায় অসুবিধা হচ্ছে সত্যিকারের সেটা ভাবতে, বা হয়ত...