Posts

Showing posts with the label Dark

কথোপকথন

আমি নিজেকে বলি – ভাল থেকো। বলি ভাল থেকো, ভাল থেকো আমার জানলা, ভাল থেকো পাহাড়, ভাল থেকো ছোট্ট নদী, নদীর ধারের সরু রাস্তা ভাল থেকো কুকুরেরা, ভাল থেকো আমার মন, আমার স্বপ্নের মাঝে দেখা স্বপ্ন গুলো, ভাল থেকো পেটের ব্যাথা- ভাল থেকো আমার ঘাম তুমিও ভাল থেকো, চোখ বোঝা কালো অন্ধকার – তুমিও, ভাল থেকো আমার চোখের জল – ভয় পেওনা আমি, সবাই ছেড়ে চলে গেছে তাই আর ছেড়ে যাওয়ার কেউ নেই আর, তাই ভাল থেকো। আমার মা, ভাল থেকো।   আমার নিস্তব্ধতা, ভাল থেকো। আর হ্যাঁ, তুমিও ভাল ভাল থেকো।   ~ সোহম ২৩ নভেম্বার ‘২৩ ব্রাতিস্লাভা 

মিথ্যের সূর্যোদয়

চিত্ত মাঝে রক্ত ঝর্ণা বয়ে চলে আমার নীরবে অশ্রু নদী বয়ে চলে সদায় আমার তীক্ষ্ণ সত্যের আলোয় ঝলসে গেছে সর্বত্র, পরে আছে শুধু মিথ্যের সূর্যোদয়। পাশের কোলবালিশ ভরে গেছে নালিশে নোংরা হয়েছে বিছানা... এই তীব্র ঘৃণার মাঝে শুধু মনেহয় মৃত্যুই আমার ঠিকানা ।। সবকিছুর যোগ্যতা হারিয়েছি আমি শুধু অশ্রুবর্ষার ছাড়া আমার তারার প্রাণ কেড়েছে  সেই মিথ্যের সূর্যোদয় ।। ~পাগলা