কথোপকথন

আমি নিজেকে বলি –

ভাল থেকো।

বলি ভাল থেকো,

ভাল থেকো আমার জানলা,

ভাল থেকো পাহাড়,

ভাল থেকো ছোট্ট নদী, নদীর ধারের সরু রাস্তা

ভাল থেকো কুকুরেরা,

ভাল থেকো আমার মন, আমার স্বপ্নের মাঝে দেখা স্বপ্ন গুলো,

ভাল থেকো পেটের ব্যাথা-

ভাল থেকো আমার ঘাম

তুমিও ভাল থেকো, চোখ বোঝা কালো অন্ধকার – তুমিও,

ভাল থেকো আমার চোখের জল –

ভয় পেওনা আমি, সবাই ছেড়ে চলে গেছে তাই

আর ছেড়ে যাওয়ার কেউ নেই আর, তাই ভাল থেকো।

আমার মা, ভাল থেকো।

 

আমার নিস্তব্ধতা, ভাল থেকো।

আর হ্যাঁ, তুমিও ভাল ভাল থেকো।

 

~ সোহম

২৩ নভেম্বার ‘২৩

ব্রাতিস্লাভা 

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

খুব ঘামছি আজকাল