Posts

Showing posts with the label pagla

আমার প্রত্যেকটা নিঃশ্বাস

আমার প্রত্যেকটা নিঃশ্বাস এক একটা আস্ত কবিতা। বেশিরভাগই আমি লিখিনা, ভেসে যেতে দিই আকাশে কেননা সব কবিতা পাতায় ধরে রাখা যায়না। সেই কবিতা গুলো ভেসে যায় হাওয়ায়, কখনো কখনো উড়ে চলে যায় কোনো চাকরিপ্রার্থীর কণ্ঠে, দ্রুত নিয়োগের দাবি জানায়, ভাতের দাবি জানায়, শোষক কে ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে, চায় উপড়ে ফেলতে সেই সব ফ্যাসিবাদী শক্তিদের। আবার কখনো একটা নারী ও পুরুষের ঠোঁটদুটির মাঝে আশ্রয় নেয়। তবে বেশিরভাগ সময় মাটিতে পড়ে যায়, তারপর সময়ের সাথে বিলীন হয়ে যায়, মাটিতে মিশে সার হয়ে জন্ম দেয়, বিপ্লবের। তবে আমি চাই এই কবিতা একদিন প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে মিশে যাক, কারণ আমি প্রত্যেকটা শিল্পীকে সুখী দেখতে চাই। ~সোহম ২৩.০৭.২২

খুব জরুরি

আমার মনের অসীম গভীরতার মাঝে  আটকে থেকে যায় কবিতাগুলো বিছানার চাদরে যেমনি জমে থাকে আমাদের অকথ্য আলোচনা,  পোশাকে আমরা চিনতে পারিনি একে-অপরকে  তাই জরুরি তোমার আমার নগ্নতা, আমাকে তোমার, তোমাকে আমার দেখাটা খুব জরুরি, জরুরি ঠোঁটের কামড়, জরুরি অসভ্যতা জরুরি বিচারহীন নীরবতা, জরুরি দুজনে একে-অন্যের মন-শরীরের কবিতা গুলো পড়া...খুব জরুরি। ~পাগলা

একটা ঝড় উঠুক

আমি চাই একটা ঝড় উঠুক ধুয়ে-মুছে দিক সমস্ত নিয়ম বাঁধন গুলো ভেঙে যাক তৎক্ষণাৎ থেকে যাক যা কিছু অক্ষয়-অবিনাশ... তুলে নিয়ে যাক আদিমের গোঁড়ামি ছুঁড়ে ফেলুক একের পর এক অতিমারী ভাত গুলো উড়ে যাক গরিবের থালায় মানুষ আবার পথ ফিরে পাক, আন্দোলনের ছায়ায়। বাঘ গুলো জাল ফুঁড়ে দিক চিড়িয়াখানার প্রত্যেকটা মানুষ নিজের না লেখা প্রেম-পত্র গুলো লিখে ফেলুক, অস্ত যাক রাজার সূর্য, ফিরে আসুক আবার...প্রজাদের হাতে গড়া সেই টিমটিমে তারা ভরা আকাশ। আবার শান্ত আকাশে কালো মেঘ গুলো জড়ো হোক, চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে সবাই গন্ধ পাক...আগাম ঝড়ের, সব্বাই নেমে আসুক রাস্তায়, সেই ঝড়ের কামনায়,  আমি চাই, আমি শুধু চাই একটা ঝড় উঠুক! ~পাগলা ১৪.০৫.২১

নতুন আলো

আজ বসে আছি ভ্যাবাচ্যাকা খেয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু তারা গুলো গুনে গুনে ফুরিয়ে গেছে পরে আছে বাকি গোনা অন্ধকার টুকু। শিশু গুলোকে মাংসপিণ্ডে পরিণত করেছে দিবাকালেও ঘোর অন্ধকার  জিভটাও কেটে নিয়েছে ওরা পাছে করে ফেলি তারস্বরে চিৎকার? আবার কি আসবে ভোর? মাটিতে পুঁতে দেওয়া লাশ গুলো খুঁড়ে বেরিয়ে আসবে? আবার কি জিভ কাটা মানুষ গুলো নিজেদের কন্ঠস্বর ফিরে পাবে? আবার কি আমি...রাতের অন্ধকারে খুঁজে পাবো তারা?...খুঁজে পাবো নতুন আলো? ~পাগলা @sohams8 ০৯.০৪.২১

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। সবে তো হয়েছে মন্দির স্থাপন, ঘর জ্বালানো, কটা মাত্র ধর্ষণ; সবে তো কয় লক্ষ মানুষের পেটে আগুন জ্বলছে; সবে তো শিক্ষিতরা ধরনা দিয়ে মরছে - বর্বররা দেশ চালাচ্ছে; এইতো সবে মানুষ পশু হতে শিখেছে, নিজের স্বার্থে কাজ করতে শিখেছে... এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এইতো সবে মানুষ ভরাপেটে আকাশের তারার দিকে তাকাতে শুরু করেছে, সবে মাত্র মানুষ মানুষকে প্রনাম করতে শিখেছে, এইতো সবে মানুষ গোল কে গোল, সাদা কে সাদা বলতে শিখেছে, সবে মাত্র মানুষ মানুষের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, এইতো সবে মানুষ মানুষকে জয় করতে শিখেছে, সবে মাত্র কর্তৃত্বের চোখে চোখ রাখতে শিখেছে... এই সবে সুড়ঙ্গ শেষের আলোটা দেখতে পেয়েছে, এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে! এখনো, অনেকটা মানবতা শেখা বাকি আছে! ~পাগলা

নিজের সঙ্গে

এতদিনে এটাই উপলব্ধি করেছি; একজনের সঙ্গেই সম্পূর্ণ , পুঙ্খানুপুঙ্খ, অরাজনৈতিক সম্পর্কে বিলীন হতে পারি: নিজের সঙ্গে। ~পাগলা

মিডিয়া ও মানুষ

মানুষ আজকাল নিজের বাড়িতে থাকার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও থাকে, জেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। বার-বার ফোন চেক করার প্রবণতার সাথে সাথে আজকের স্ট্যাটাসটা কি হবে, কজন লাভ রিয়্যাক্ট দেবে সেই চিন্তা আমাদের গ্রাস করে। এখানে আমাদের কথাটা ব্যবহার করলাম কারণ এখন ৯০% লোকের কাছে হয়তো স্মার্টফোন আছে এবং তাদের মধ্যে কিছু লোক এইটা পড়ছেনও। আজকে আমাদের পপুলারিটি তথা ভ্যালু বিচার হয় কার কটা লাইক পড়ছে দেখে, এখন আবার লাভ রিয়াক্ট বেরিয়েছে...ব্যাপারটা অনেকটা ভোট দেওয়ার মত, ৫০০০ গরু পার্টির পক্ষে ভোট দিয়েছে, আর ৪০০০ জন উন্নতি পার্টি কে, তাই গরু পার্টি চ্যাম্পিয়ন। আসলে এইটা লোকে ভুলে গেছে গরু পার্টি কে গরু রাই ভোট দেয়(হ্যাঁ, আর গাধাও), আর আমাদের মানুষের সভ্য সমাজ বানাতে হবে, গরুদের নয়। আমাদের কিন্তু একটা জিনিস খুবই সহজ হয়েছে, সময় কাটানো, বা যাকে বাঙালিরা বলে time-pass। কিন্তু সেই time-pass করতে গিয়ে আমরা কিন্তু অনেক মূল্যবান জিনিস হাতছাড়া করছি; যেরম নিজের সঙ্গে সময় কাটানো, আমরা ভুলে গেছি নিজেকে: মানে নিজের ভেতর টাকে, নিজেকে ভালবাসতে, নিজেকে চিনতে, নিজের কোথায় অসুবিধা হচ্ছে সত্যিকারের সেটা ভাবতে, বা হয়ত

কীট-পতঙ্গের উল্লাস

চিন্তা ভাবনার দিন ফুরিয়ে গেছে ছাত্রদের স্থান শুধু পরীক্ষার খাতায় শিক্ষার মানে ভুলতে বসেছে সবাই আন্দোলনের মেঘ ঢেকেছে ধর্মান্ধতার ছাতায়। পথিকেরা চলেছে রেল লাইন বেয়ে যেইদিকে নিয়ে যাচ্ছে স্রোতে খোলা মাঠে হাঁটার আনন্দ জানেনা আর কেউ এসেছে বোকা বাক্সের সামনে বসে...বোকাচন্দ্র হওয়ার ঢেউ। শিল্পের নামে সার্কাস চলেছে শিক্ষার নামে ভণ্ডামি সাধনা এখন মাথায় উঠেছে, চলেছে শুধু টাকা-পয়সার গুন্ডামি, এখন... এখন পৃথিবীতে আর নেই মানুষের বাস, মনুষ্যত্ব সব ধুয়ে গেছে, পড়ে শুধু... কীট-পতঙ্গের উল্লাস। ~পাগলা ©sohams8

That day...

The thoughts kept on dancing in my head  The wounds weren't dry The devil kept on pushing me to hell My tear glands were full, yet I couldn't cry The girl was sitting beside the table She was kissing a snake Yet I saw helpless in that starry night... and degraded into a termite I was mortal Yet I had seen hell I was yet to see the heaven All I thought it was in my baby's lap. I wanted God to save me But maybe she didn't wanted me to live All God's love had ran out Only remained was painful wrath I was seconds away from hell, It was the devil who was dragging me in Suddenly arrived the God for the last time... and I asked for my Love to be mine, And she said... "You can't get the one For you are Truth's slave... and that's your horrendous crime." -SS

Do you know me ?

Have I told you lately... That you smell like my mama ? Is that what you were hiding inside you... The Universe ? Your voice seems like the nocturnes of Chopin; Your smile melts my heart's bushfire down to ashes... Why do I feel you so familiar ? As if I've seen you in my childhood ? Or maybe in somewhere in the dreams ? It seems you know me like your palm... where I'm completely naïve. Do you know, how you know me ? ~SS 25.04.20

I don't care...

I don't care if I die... I don't care if I die... I only care about the wind I only care about the sunshine I only care about the birds chirping I only care about the moon I don't care if I die... I wonder if I could love the sun, a bit more than I do; I wonder if the birds do care for me Is it a dream... that I've lost myself in the lap of nature ? Or have I lost myself within myself... and forgot that I'm lifeless now? ~SS Pagla

সঙ্গীত মানে কি বুঝি...

Music মানে সুর। হ্যাঁ, সঙ্গীত হচ্ছে সুর; বাকিটা কবিতা। আমার কাছে সঙ্গীত মানে আওয়াজ, হ্যাঁ আওয়াজ কিছু...তার মধ্যে কিছু ভাল লাগে, হ্যাঁ লাগে...জানিনা কেন, কিছু ঐশ্বরিক লাগে, লাগে...জানিনা কেন, শুধু লাগে। আমার মনেহয় যে ভাল সঙ্গীত মনের বিকাশ ঘটায়, আবার ভাল সঙ্গীত কাকে বলে আমি হয়তো সেটাই বলতে পারবনা, হয়তো বলে দেবো যে যে সঙ্গীত মনের বিকাশ ঘটায় সেটি ভাল সঙ্গীত। হ্যাঁ, এর কোনো সঠিক বর্ননা দিতে আমি পারবনা, ঠিক যেমনটা সঙ্গীতে হয়, মনুষ্যের ভাষা দিয়ে সেটিকে প্রকাশ  করা যায়না, শুধু আমাদের ইন্দ্রিয় দিয়ে উপভোগ করা যায়, হ্যাঁ আমি ওই উপভোগ টুকুই করতে পারি, আর কিছু নয়। তবে কিন্তু পাখিরা পারে সঙ্গীতের ব্যাখ্যা দিতে, তাদের সেই ক্ষমতা আছে...আমাদের নেই, আমরা শুধু বোকার মত শুনতেই এসেছি, বোকা ছাড়া বা কিই আমরা, অন্তত আমি...আমি জানিনা। এই বোকামির মধ্যে, মাঝে মধ্যে কেউ জন্মেছেন যারা সঙ্গীত করেছেন: মোজার্ট, বাখ, ভিভালডি, শোপেন, বিথোভেন ইত্যাদি। আমাদের দেশেও তানসেনের এর মত অনেকে আছেন যারা সঙ্গীত করেছেন। এনারা হয়তো কি করে করেন আমি জানিনা, তবে করেন। হয়তো এনারা পাখির আরেক রূপ, যারা ওদের মতই আমাদের কে তাদের সুরে ভাসাত

তোমার সেই কথা গুলো...

তোমার হাঁসিটা এখনো মনে আছে তোমার দুঃখ এখনো মনে ভাসে তোমার পদবীবদল হয়েছে জানি তোমার ঠোঁটে আজ আমার ঠোঁট নেই... তবুও আজ তোমার কথা গুলো মানি। তোমার অজানা কথা আজও নতুন করে জানি তোমার মনের আঁকশি তে আজ অন্য মাছ ফেঁসেছে তবুও আমার বুকের এখনো সেই... আঁকশি-ক্ষত বোঝেনি...আমি জানি, তবুও আজ তোমার কথা গুলো মানি। আজ তোমার শরীরে আমার গন্ধ নেই তবুও আমার মনে তোমার ছবি আছে, রক্ত দিয়ে এঁকেছিলাম আমি... তাই এখনো মোছেনি, তোমায় ভালবাসার সাধ এখনো মেটেনি অন্য কাউকে জানার এখনো সময় হয়ে ওঠেনি... আমি জানি... তাই তবুও, আজ তোমার সেই কথা গুলো মানি ।। ~পাগলা

একটু আলাদা গল্প

আজকের গল্পটা আপন করে নেয়ার আজকের কবিতাটা আরো কাছে আসার... যত তীব্র অশান্তি ছিল কেটে যাবে নিমেষে, মনের লুকোনো দিক গুলো অবহেলায় কাটবে না অবশেষে... যদি হয় আজকের গল্প টা আপন করে নেয়ার যদি হয় আজকের কবিতা টা আরো কাছে আসার। ছন্দ কেটে যাবে সময়-সময়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে আবার হয়তো লাগে অক্লান্ত পরিশ্রমেও মিলবেনা ফল তবুও আরেকবার চেষ্টা করতে ক্ষতি কোথায় ? ~পাগলা

For the last time

For the last time, Just for the last time I wanted to hold my breath; Just for the last time I wanted to feel my wounds burn; Just for the last time the day was dark... I knew, I knew it was the end. The trees shed blood The lovers cheated each other People had their hearts pumping but they weren't alive; For they were just running carcasses... to ruin the world's light. There was no path to life again But only people could try... Try to build the monuments again with a little bit of honest cry. Yes, it was possible for us To again to get up and fight Maybe we had won the battle for I didn't know... As I wanted to hold my breath for the last time. ~SS

ধোঁয়া

তুই কি শুকনো গাছ নাকি জলাশয় তুই কি রসালো আম নাকি ঘন কালো পাথর তুই কি কীট নাকি বাজপাখি জানিনা, তুই কি নক্ষত্র  নাকি নাড়ি । তুই কি বিন্দু নাকি আকাশ-গঙ্গা তুই কি আমার  নাকি আমি তোর ? তোর পলক ভেজা জল যেন গঙ্গারও উর্ধে তোর অসীম প্রেম কি আমার জন্য নয় ? আচ্ছা, তুই কি মন্দির ? নাকি নিজেই ঈশ্বর ? ~SS

Maybe the other day

Maybe the other day I'll fall in love Let me rise today Above... like the Golden Dove Maybe the other day I'll kill a man Let me save one today For the sake of Love Maybe the other day I'll molest a girl Let me Love one now Just One... Let be embrace her, Let me find her more, Let me make her feel Loved, Then let's... Rise in Love together. Maybe the other day I'll touch her body, Let me touch her heart today... Let me touch her heart today!                                       ~SS😊                                          পাগলা             

All Because of ME

Once I knew a man, who was wounded in Love Once I knew a star who was burnt in light Once I knew a sea who drowned in water... Once... Once I met the sky who told me "It's a lie". Once a girl had promised me that she'd never let me cry It was soon when I remembered the man Later I remembered the sky Once I fell in Love with a girl who shone like a star who was far far away, who was vast as the sea and miles deep down... No it wasn't soon when I understood that I may see her as a star or perceive as the sea But it's not because of her... But all because of me !    ~SS

মানুষের প্রভু

মানুষ কখনো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে... মনের কথা দূরস্ত চরণেও হয়না স্থান, কারণ মনুষ্য তো তুচ্ছ কীড়া, মূর্তিই ভগবান । চিন্তা ভাবনা লোপ পেয়েছে মানুষের এখন লোভ পেয়েছে, ঈশ্বর কে স্নেহ না করে মানুষ তাকে ভয় পেয়েছে... সেই লোভে তে, সেই ভয়ে তে উথাল-পাথাল জগৎ, ভর্তুকি তে দান করেছে, কার্য যেথা মহৎ । মানুষ তবে অনেক চালাক,  ঠকানো তাকে যায়না কভু, আবার পাশের মানুষ মেরে বলে, আদেশ করেছেন...স্বয়ং প্রভু ! হ্যাঁ...মানুষ, প্রভুর আদেশ মেনেই চলে, মূর্খরা কখনো বলে অবুঝ, শুধু কোনো প্রভুর বর্ণ কমলা... কোনো প্রভুর সবুজ । প্রগতি যে থমকে আছে তাতে কার কিই বা আসে, মানুষের যে অনেক কাজ, মানুষ এখন ব্যস্ত প্রমান করতে হবে কিনা তার... ...সুধু তার প্রভুর বর্ণই শ্রেষ্ঠ । তাই মানুষ হয়তো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে ।।                          ~ পাগলা

মনুষ্য হে

ছেড়ে দেওয়া, নিজেকে... জলের মতো। মেলে দেওয়া, নিজেকে... আকাশের মতো। সেই আমি কে শেষ করে দেওয়া, সেই তোমারও শেষ হয়ে যাওয়া। সেই জলে ভাশা, জল হয়েই... সেই নরম আশা, তার কাছেই... আর তার-আমার না থাকা সংসার না বেঁধে, সংসার হয়ে যাওয়া। মনুষ্য হে, এ পথ উঁচু...তোমাদের জন্য নয়, নোংরা মাখো তোমরা, মনে নিয়ে হিংসা-ভয়... অহং রঙে রেঙে তোমরা করো, তোমাদেরই বিশ্ব জয়। মনুষ্য হে, এ পথ উঁচু... এ পথ ঈশ্বরের... এ পথ তোমাদের জন্য নয়।।      ~পাগলা