আমার প্রত্যেকটা নিঃশ্বাস
আমার প্রত্যেকটা নিঃশ্বাস এক একটা আস্ত কবিতা।
বেশিরভাগই আমি লিখিনা,
ভেসে যেতে দিই আকাশে
কেননা সব কবিতা পাতায় ধরে রাখা যায়না।
সেই কবিতা গুলো ভেসে যায় হাওয়ায়,
কখনো কখনো উড়ে চলে যায় কোনো চাকরিপ্রার্থীর কণ্ঠে,
দ্রুত নিয়োগের দাবি জানায়, ভাতের দাবি জানায়, শোষক কে ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে, চায় উপড়ে ফেলতে সেই সব ফ্যাসিবাদী শক্তিদের।
আবার কখনো একটা নারী ও পুরুষের ঠোঁটদুটির মাঝে আশ্রয় নেয়।
তবে বেশিরভাগ সময় মাটিতে পড়ে যায়,
তারপর সময়ের সাথে বিলীন হয়ে যায়,
মাটিতে মিশে সার হয়ে জন্ম দেয়,
বিপ্লবের।
তবে আমি চাই এই কবিতা একদিন প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে মিশে যাক,
কারণ আমি প্রত্যেকটা শিল্পীকে সুখী দেখতে চাই।
~সোহম
Baah pagla baah.Sundor
ReplyDelete❤️❤️
ReplyDelete