Posts

Showing posts with the label #paglar_kotha

অন্য চোখে দেখো...

কখনো জানলার আড়ালে থেকে দেখো... কখনো শুধু, শুধুই কবি হয়ে দেখো... কখনো আদর টা যত্ন করে রেখো, শুধু তার জন্যে... কখনো হাওয়ায় ছবি এঁকে দেখো... কখনো শুধু, শুধুই ভাল চেয়ে দেখো... কখনো নীরবে ভা...

চাইনা হতে...

জীবনে কঠিন নয়, সহজ হতে চাই... জীবনে পাহাড় নয়, সাগর হতে চাই... জীবনে দুঃখ নয়, আদর হতে চাই... জীবনে আগুন নয়, জল হতে চাই... চাইনা যেতে সবার উপরে, চাই থাকতে সবার নিচে, চাই হতে সেই মাঠের ধূলো, চাই মাটির সঙ্গে মিশে যেতে... চাইনা আমি আমার হতে, চাই আমি তোমার হতে, চাই আমি সবার হতে...।। চাইনা আমি রাম-সীতা কে, চাইনা আমি অহং, চাই যে শুধু সূর্য-চন্দ্র, চাই যে আমি তারা... চাইনি আমি হতে তির, চাইনি হতে ভক্ত, চাইনা লোকের অশ্রু ঝরুক, চাইনা ঝরুক রক্ত ।। চাইনা আমি বাস্তবতা, চাইনা কোনো হিসেব, চাই যে আমি অবাস্তবের...সঙ্গে যেতে মিশে, চাইনা হতে অসৎ প্রেমিক, চাইনা হতে ঋণী, চাই যে হতে ভালবাসা, হতে চাই প্রেমিক নামক ধনী... ।। ~পাগলা

ভুলে গেলি আমি কই ?

দেখতে বলতাম তোকে যেই চাঁদ টাকে, এখনো ঠিক আগের মত ঝলমল করে ওঠে পূর্ণিমায়, আগের মতো সেই নির্বিকার আছে জানিস...! চিনতে পারে আমাকে এখনো, আজও আমায় দেখে হাসলো... ভুলে গেলি ? আরে বলতাম ন...

আজেবাজে চিন্তা ! ...(Stupid Thoughts)

দিব্য দিশায় তাকিয়ে থেকে মনের কাউকে পাইনি, জ্যোৎস্না রাতে হারিয়ে যাবো, নিজেও কখনো চাইনি... মাটির সঙ্গে মিশে গিয়ে, মেঠো গন্ধে ভরেছি, চতুর্দিকে, বক্ষ মাঝে, শুধু ভালোবাসা কে খুঁজেছি ।। আঘাত নয় অনেক পেয়েছি, বিশ্বাস নামক ডানায়, তবুও উঁচুতে উড়তে চাই বললে, কেমন বোকার মতো সোনায়... হ্যাঁ, বোকাই ছিলাম, বোকাই আছি, বোকাই হয়তো থাকবো, বিনা ডানায়, রক্ত মেখে, হয়তো একদিন কাতরে পরে থাকবো...।। তবুও আশা মনে, চাতকের মতো চাইবো, আর কিছু বা নাই পারি, ভালোবাসার গান গাইবো... প্রেমের মত পথ কোথায়, প্রেমিকের মত পথিক কোথায়, স্বার্থ ধুলোয়, অহং ধুলোয়, মিলন যেন মিলিয়ে যাবে, এক হলো সব অনেক গুলোয়... ভালোবাসা তো তারেই বলে, যে আপন করে নগ্ন মনে, নগ্নতাকে... রেখার মতো অসীম সেতো, কণার থেকেও ছোট, জগতের চেয়েও বৃহৎ সেতো, চূড়ান্ত আলোকিত ....।।                                ~পাগলা ©sohams8

Simultaneity of Love

Image
Relativity....