অন্য চোখে দেখো...
কখনো জানলার আড়ালে থেকে দেখো...
কখনো শুধু, শুধুই কবি হয়ে দেখো...
কখনো আদর টা যত্ন করে রেখো,
শুধু তার জন্যে...
কখনো হাওয়ায় ছবি এঁকে দেখো...
কখনো শুধু, শুধুই ভাল চেয়ে দেখো...
কখনো নীরবে ভালোবেসে দেখো...
তাকে...
কখনো জেনে বুঝে বোকা হয়ে দেখো...
কখনো না বুঝে কেঁদে দেখো...
কখনো বা নত হয়ে দেখো...
তার সামনে...
কখনো জিতে, হেরে দেখো...
কখনো ইশ্বর হয়ে দেখো...
কখনো প্রেম হয়ে দেখো...
কখনো আমি হয়ে দেখো...||
~পাগলা😊
©sohams8
খুব সুন্দর লিখেছিস
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ 😊
Delete