Posts

Showing posts with the label sft

বিদেশের প্রথম কবিতা : প্রেম

গোটা জগৎ ধরে ফেলতে চাই  এক নিমেষে সব করেও ফেলি বোতলবন্দি যত রাজ্যের অঙ্ক গুলো                      তবুও মনেহয় পুরতে পারলাম না কিছু একটা সেই বোতলে: নিজেকে। মাথার ভেতরের হারামীটা সব জানে তবুও ফাঁকা বোতল নিয়ে ছোটায়, নিশ্বাস আর প্রশ্বাস - এর মাঝে চোখের পাতা ফেলা - এর মাঝে শেষ দুটো পংক্তির মাঝে,                 অসংখ্য ঘটনা ঘটে গেছে,                 বীভৎস একটা ফাঁক থেকে গেছে, আমার দ্বারা সেটা পূরণ করা সম্ভব নয়। তবে তোর         আর আমার ঠোঁটের মাঝে যেন একটা  অণুও গলতে না পারে, এর ব্যাবস্থা আমি করবো ... এই মানুষ নামক জানোয়ারটা এটুকুই পারে শুধু, ব্যাস। ~সোহম ২৬.১২.২২  ব্রাতিস্লাভা 

একটা বই বেরোবে...

তুমি কি জানো?     ... তুমি আসার পর কবিতা লেখা ছেড়ে                              দিয়েছি আমি? বিরক্তিকর বিতর্কের সারি সারি পাঁচিল গুলো আর ডিঙিয়ে আসতে হয়না, ঝর-ঝর করে ভেঙে পড়েছে সব, ধূলিসাৎ। ঠিক যেন নাগাসাকির সেই আতঙ্কিত রাত! তুমি আসার পর, তুমি কে তুই বলা অভ্যেস হয়ে গেছে।  তোকে নিয়ে বই লেখার কথা ভেবেছি, না! লিখে যায়নি কেউই;  সক্রেটিস থেকে রবীন্দ্রনাথ, সব ডাহা ফেল। আমি জানিনা ওই বইতে কি থাকবে,  তবে এটুকু জানি যে কি থাকবেনা; শব্দ, পৃষ্ঠা, মলাট। ~ সোহম               

তাড়াতাড়ি এসো আজকে কিন্তু...

যখন আমি দেখিনা তোমায় তখনও তোমায় দেখি, কেননা তোমায় বুঝি না দেখে থাকা যায়না। এক নাস্তিককে হঠাৎই, তুমি বানিয়ে দিয়েছো মস্ত বড় আস্তিক;  আমি পেয়েছি তোমায় সেভাবেই, যেভাবে মৎজার্ট পেতো নিজের সুরের সন্ধান।  কেন, কখন, কিভাবে জানিনা যে কিছুই আমি, শুধু উঠে দেখি ঘুম থেকে একদিন: বুকের মধ্যে বেহালা বেজেই চলেছে, করা যাচ্ছেনা বন্ধ। ঘুম থেকে উঠলাম এবার;  হ্যাঁ, স্বপ্ন ছিলনা ওটা। দুবার ঘুম থেকে ওঠা যায়না। মনেহয় গোটা জীবনটাই একটা স্বপ্ন, সমস্ত মানুষই স্বপ্ন; শুধু আমি, আর তুমি ছাড়া। এইযে কষ্ট করে এতগুলো পংক্তি পড়লে তুমি,  কি দরকার ছিল?  আজকেই তো আসবে আবার আমার বুকে ।। ~সোহম ১০.০৯.২২

মানুষ, জল হও:

Image
সিইউ স্পিক্স পত্রিকার মে ২০২১ সংখ্যায় এই লেখাটা দিয়েছিলাম।  (অনেক চেষ্টা করেও টেক্সট ফর্ম্যাটে দিতে পারলাম না) লেখাটার নাম,  মানুষ, জল হও:

আমার প্রত্যেকটা নিঃশ্বাস

আমার প্রত্যেকটা নিঃশ্বাস এক একটা আস্ত কবিতা। বেশিরভাগই আমি লিখিনা, ভেসে যেতে দিই আকাশে কেননা সব কবিতা পাতায় ধরে রাখা যায়না। সেই কবিতা গুলো ভেসে যায় হাওয়ায়, কখনো কখনো উড়ে চলে যায় কোনো চাকরিপ্রার্থীর কণ্ঠে, দ্রুত নিয়োগের দাবি জানায়, ভাতের দাবি জানায়, শোষক কে ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে, চায় উপড়ে ফেলতে সেই সব ফ্যাসিবাদী শক্তিদের। আবার কখনো একটা নারী ও পুরুষের ঠোঁটদুটির মাঝে আশ্রয় নেয়। তবে বেশিরভাগ সময় মাটিতে পড়ে যায়, তারপর সময়ের সাথে বিলীন হয়ে যায়, মাটিতে মিশে সার হয়ে জন্ম দেয়, বিপ্লবের। তবে আমি চাই এই কবিতা একদিন প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে মিশে যাক, কারণ আমি প্রত্যেকটা শিল্পীকে সুখী দেখতে চাই। ~সোহম ২৩.০৭.২২

খুব জরুরি

আমার মনের অসীম গভীরতার মাঝে  আটকে থেকে যায় কবিতাগুলো বিছানার চাদরে যেমনি জমে থাকে আমাদের অকথ্য আলোচনা,  পোশাকে আমরা চিনতে পারিনি একে-অপরকে  তাই জরুরি তোমার আমার নগ্নতা, আমাকে তোমার, তোমাকে আমার দেখাটা খুব জরুরি, জরুরি ঠোঁটের কামড়, জরুরি অসভ্যতা জরুরি বিচারহীন নীরবতা, জরুরি দুজনে একে-অন্যের মন-শরীরের কবিতা গুলো পড়া...খুব জরুরি। ~পাগলা

নতুন আলো

আজ বসে আছি ভ্যাবাচ্যাকা খেয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু তারা গুলো গুনে গুনে ফুরিয়ে গেছে পরে আছে বাকি গোনা অন্ধকার টুকু। শিশু গুলোকে মাংসপিণ্ডে পরিণত করেছে দিবাকালেও ঘোর অন্ধকার  জিভটাও কেটে নিয়েছে ওরা পাছে করে ফেলি তারস্বরে চিৎকার? আবার কি আসবে ভোর? মাটিতে পুঁতে দেওয়া লাশ গুলো খুঁড়ে বেরিয়ে আসবে? আবার কি জিভ কাটা মানুষ গুলো নিজেদের কন্ঠস্বর ফিরে পাবে? আবার কি আমি...রাতের অন্ধকারে খুঁজে পাবো তারা?...খুঁজে পাবো নতুন আলো? ~পাগলা @sohams8 ০৯.০৪.২১

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। সবে তো হয়েছে মন্দির স্থাপন, ঘর জ্বালানো, কটা মাত্র ধর্ষণ; সবে তো কয় লক্ষ মানুষের পেটে আগুন জ্বলছে; সবে তো শিক্ষিতরা ধরনা দিয়ে মরছে - বর্বররা দেশ চালাচ্ছে; এইতো সবে মানুষ পশু হতে শিখেছে, নিজের স্বার্থে কাজ করতে শিখেছে... এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এইতো সবে মানুষ ভরাপেটে আকাশের তারার দিকে তাকাতে শুরু করেছে, সবে মাত্র মানুষ মানুষকে প্রনাম করতে শিখেছে, এইতো সবে মানুষ গোল কে গোল, সাদা কে সাদা বলতে শিখেছে, সবে মাত্র মানুষ মানুষের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, এইতো সবে মানুষ মানুষকে জয় করতে শিখেছে, সবে মাত্র কর্তৃত্বের চোখে চোখ রাখতে শিখেছে... এই সবে সুড়ঙ্গ শেষের আলোটা দেখতে পেয়েছে, এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে! এখনো, অনেকটা মানবতা শেখা বাকি আছে! ~পাগলা

ভয়ের কীর্তন

মানুষ কাছে আসেনা... ভয় পায়, ভয়ের আকাশে ছবি আঁকে বালির সাগরে ডুবতে চায়। মানুষ আয়নায় দেখেনা নগ্ন নিজেকে ভয় পায় গায়ে মিথ্যের খোলস জড়িয়ে থাকে খোলস ছাড়াতে ভয় পায়। মানুষ ডানা মেলতে ভয় পায় কারোর বুকের উষ্ণতা অনুভব করতে ভয় পায়, অপরকে বিশ্বাস করতে ভয় পায়, কেননা মানুষ... নিজেকেও বিশ্বাস করতে ভয় পায়। ~পাগলা

A Hazy song

What's our fate? What's our destiny? Is it just a mirage in itself... Or a mutiny ? Is life an epidemic? Are your wounds healed ? Aren't you burning like me ? Have you... Have you ever lived ? Is life a paradox? Or, is it a living being in itself? Have you found the answer? Maybe you have...unaware of it, wandering for more,  Or maybe the path is the answer... Have you ever been loved,  the way you want? Or have you ever loved someone, just the way they are? Does the former really matters? The latter surely does. ~SS

সেইদিন নিতে আসব তোমাকে...

একদিন এই ছলনা খেলা বন্ধ করবে সবাই সারাক্ষন আমি আর হাসবনা মেয়েটা খেলবেনা আর বোকা ছেলেটার মন নিয়ে ক্ষুন্ন স্বামী-স্ত্রীরা প্রেমীদের কাছে ফিরে যাবে লাশ গুলো আর লুকিয়ে পাচার হবেনা দু দেশের মধ্যে জমি নিয়ে খুনোখুনি হবেনা হিন্দুরা মসজিদে গিয়ে নামাজ পড়বে মুসুলমানে মাজবে মন্দিরের বাসন  হিজড়েরা পাড়ায় দাঁড়িয়ে গান করবে ছেলে-মেয়েরা প্রকাশ্যে চুম্বন করবে বাচ্ছা মেয়েরা আর ধর্ষিত হবেনা সেইদিন মানুষের টাকা মানুষই ফিরে পাবে আমিও ফিরে পাব আমাকে, রাশিফল দেখে আর বিয়ে হবেনা সেইদিন যদি অপেক্ষা করো... নিতে আসব তোমাকে। মিথ্যে খেলা বন্ধ হবে,  তবুও আগুন জ্বলবে তারা তে, সেইদিন যদি অপেক্ষা করো... নিতে আসব তোমাকে। ~পাগলা  ০১.০৭.২০

মরতে চাই

অনেক জিতেছি তোমার কাছে আজকে আমি হারতে চাই... হারতে চাই কারোর কাছে। অনেক আমি পেয়েছি শরীর, আজকে আমি কারোর বুকের গন্ধ চাই, আজকে আমি কাঁদতে চাই, আজকে আমি মরতে চাই। আমি আজকে ছেলেমানুষ হতে চাই, আজকে আমি খালি গায়ে ঘুমসি পরে ঘুরতে চাই, আজকে আমি কাদা মেখে ডোবায় ডুব দিতে চাই, আজকে আমি হারিয়ে গিয়ে আবার বাড়ি ফিরতে চাই, আমি আজকে আমায় আবার পেতে চাই, আজকে আমি কিচ্ছুনা... আজকে শুধু আমায় চাই। আমি শুধু আষ্টে-পিষ্টে কাউকে জড়িয়ে শুতে চাই কারোর কাছে মায়ের মত নিঃশুল্ক আদর পেতে চাই আজকে আমি কারোর হাতে ক্ষত-বিক্ষত হতে চাই আজকে আমি মরতে চাই, আজকে আমি হারতে চাই। ~পাগলা

আজকে এলাম...

আজকে তুমি ঘর নও আজকে তুমি অপরিচিত আজকে রয়েছে ঝড়ের আভাস আজকে বিনাশ আশঙ্কিত। আজকে দেশে শান্তি নেই আজকে মহামারীর আবির্ভাব আজকে শুরু ঘৃণার দিন মনের ওপর নিম্নচাপ। আজকে দেশে মারামারি আজকে বাতাসে ঘৃণার বিষ আজকে ফুলের মৃত্যুদিন আজকে আমার লগ্নশেষ। আজকে বাঁচার সময় নেই মৃত্যু ডাকে গেলাম, পারলে তুমি কালকে এসো আজকে আমি এলাম। ~পাগলা

মিথ্যের সূর্যোদয়

চিত্ত মাঝে রক্ত ঝর্ণা বয়ে চলে আমার নীরবে অশ্রু নদী বয়ে চলে সদায় আমার তীক্ষ্ণ সত্যের আলোয় ঝলসে গেছে সর্বত্র, পরে আছে শুধু মিথ্যের সূর্যোদয়। পাশের কোলবালিশ ভরে গেছে নালিশে নোংরা হয়েছে বিছানা... এই তীব্র ঘৃণার মাঝে শুধু মনেহয় মৃত্যুই আমার ঠিকানা ।। সবকিছুর যোগ্যতা হারিয়েছি আমি শুধু অশ্রুবর্ষার ছাড়া আমার তারার প্রাণ কেড়েছে  সেই মিথ্যের সূর্যোদয় ।। ~পাগলা

Do you know me ?

Have I told you lately... That you smell like my mama ? Is that what you were hiding inside you... The Universe ? Your voice seems like the nocturnes of Chopin; Your smile melts my heart's bushfire down to ashes... Why do I feel you so familiar ? As if I've seen you in my childhood ? Or maybe in somewhere in the dreams ? It seems you know me like your palm... where I'm completely naïve. Do you know, how you know me ? ~SS 25.04.20

I don't care...

I don't care if I die... I don't care if I die... I only care about the wind I only care about the sunshine I only care about the birds chirping I only care about the moon I don't care if I die... I wonder if I could love the sun, a bit more than I do; I wonder if the birds do care for me Is it a dream... that I've lost myself in the lap of nature ? Or have I lost myself within myself... and forgot that I'm lifeless now? ~SS Pagla

সঙ্গীত মানে কি বুঝি...

Music মানে সুর। হ্যাঁ, সঙ্গীত হচ্ছে সুর; বাকিটা কবিতা। আমার কাছে সঙ্গীত মানে আওয়াজ, হ্যাঁ আওয়াজ কিছু...তার মধ্যে কিছু ভাল লাগে, হ্যাঁ লাগে...জানিনা কেন, কিছু ঐশ্বরিক লাগে, লাগে...জানিনা কেন, শুধু লাগে। আমার মনেহয় যে ভাল সঙ্গীত মনের বিকাশ ঘটায়, আবার ভাল সঙ্গীত কাকে বলে আমি হয়তো সেটাই বলতে পারবনা, হয়তো বলে দেবো যে যে সঙ্গীত মনের বিকাশ ঘটায় সেটি ভাল সঙ্গীত। হ্যাঁ, এর কোনো সঠিক বর্ননা দিতে আমি পারবনা, ঠিক যেমনটা সঙ্গীতে হয়, মনুষ্যের ভাষা দিয়ে সেটিকে প্রকাশ  করা যায়না, শুধু আমাদের ইন্দ্রিয় দিয়ে উপভোগ করা যায়, হ্যাঁ আমি ওই উপভোগ টুকুই করতে পারি, আর কিছু নয়। তবে কিন্তু পাখিরা পারে সঙ্গীতের ব্যাখ্যা দিতে, তাদের সেই ক্ষমতা আছে...আমাদের নেই, আমরা শুধু বোকার মত শুনতেই এসেছি, বোকা ছাড়া বা কিই আমরা, অন্তত আমি...আমি জানিনা। এই বোকামির মধ্যে, মাঝে মধ্যে কেউ জন্মেছেন যারা সঙ্গীত করেছেন: মোজার্ট, বাখ, ভিভালডি, শোপেন, বিথোভেন ইত্যাদি। আমাদের দেশেও তানসেনের এর মত অনেকে আছেন যারা সঙ্গীত করেছেন। এনারা হয়তো কি করে করেন আমি জানিনা, তবে করেন। হয়তো এনারা পাখির আরেক রূপ, যারা ওদের মতই আমাদের কে তাদের সুরে ভ...

একটু আলাদা গল্প

আজকের গল্পটা আপন করে নেয়ার আজকের কবিতাটা আরো কাছে আসার... যত তীব্র অশান্তি ছিল কেটে যাবে নিমেষে, মনের লুকোনো দিক গুলো অবহেলায় কাটবে না অবশেষে... যদি হয় আজকের গল্প টা আপন করে নেয়ার যদি হয় আজকের কবিতা টা আরো কাছে আসার। ছন্দ কেটে যাবে সময়-সময়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে আবার হয়তো লাগে অক্লান্ত পরিশ্রমেও মিলবেনা ফল তবুও আরেকবার চেষ্টা করতে ক্ষতি কোথায় ? ~পাগলা

For the last time

For the last time, Just for the last time I wanted to hold my breath; Just for the last time I wanted to feel my wounds burn; Just for the last time the day was dark... I knew, I knew it was the end. The trees shed blood The lovers cheated each other People had their hearts pumping but they weren't alive; For they were just running carcasses... to ruin the world's light. There was no path to life again But only people could try... Try to build the monuments again with a little bit of honest cry. Yes, it was possible for us To again to get up and fight Maybe we had won the battle for I didn't know... As I wanted to hold my breath for the last time. ~SS

কদম ফুল

কদম ফুল চেয়েছিলে তুমি সেইদিন, দিতে পারিনি আমি। দক্ষিনা বাতাসের মত উড়ে বেড়াতে তুমি  বৃষ্টি হয়ে পড়তে আমার মাথায়, গায়ে মিশে যেতে তুমি তোমাকে... হয়তো কিচ্ছু দিতে পারিনি আমি। আজও কিন্তু দাঙ্গা লাগে জানো আজও ধর্মের ভেদাভেদ আজও বাচ্ছা ক্ষুধায় মরে আজও নেতাদের পকেট ভার। তবে আজও আমি ওই নদীর ধারে বসি একা-একা তবে নদীর এখন অবস্থা বেহাল সেই নীল জলে যে পা ডোবাতাম সেই জল এখন সিঁদুরে লাল... নদীর ধার দিয়ে হাঁটতে থাকি তাই  কখনো খুঁজি তোমাকে, কখনো আমার ভুল জানিনা কবে আমি ডুবে যাবো ওই নদীতে... তবে হ্যাঁ, তোমাকে দিয়ে যাবো তোমার সেই প্রিয়... কদম ফুল ।। ~পাগলা ©sohams8