তাড়াতাড়ি এসো আজকে কিন্তু...


যখন আমি দেখিনা তোমায়
তখনও তোমায় দেখি,
কেননা তোমায় বুঝি না দেখে থাকা যায়না।

এক নাস্তিককে হঠাৎই,
তুমি বানিয়ে দিয়েছো মস্ত বড় আস্তিক; 
আমি পেয়েছি তোমায় সেভাবেই, যেভাবে মৎজার্ট পেতো নিজের সুরের সন্ধান। 
কেন, কখন, কিভাবে জানিনা যে কিছুই আমি,
শুধু উঠে দেখি ঘুম থেকে একদিন:
বুকের মধ্যে বেহালা বেজেই চলেছে, করা যাচ্ছেনা বন্ধ।

ঘুম থেকে উঠলাম এবার; 
হ্যাঁ, স্বপ্ন ছিলনা ওটা। দুবার ঘুম থেকে ওঠা যায়না।
মনেহয় গোটা জীবনটাই একটা স্বপ্ন, সমস্ত মানুষই স্বপ্ন; শুধু আমি, আর তুমি ছাড়া।

এইযে কষ্ট করে এতগুলো পংক্তি পড়লে তুমি, 
কি দরকার ছিল? 
আজকেই তো আসবে আবার আমার বুকে ।।

~সোহম
১০.০৯.২২

Comments

Popular posts from this blog

অট্টহাস্য

কথোপকথন

খুব ঘামছি আজকাল