Posts

Showing posts from 2019

Colourless

Once I believed everything was true Once I believed that, the water was blue I walked upto the river to see...to see it was grey! I climbed up the glacier to verify...to verify it was white! At last I grabbed enough of it to keep with me, to judge, to analyse, to know...only to know that I was wrong all along; It was colourless! Once I had believed an angel sweet enough to melt my heart Lost beneath the river I was, in the grey water struggling to breathe; I wanted to be saved by the angel maybe... maybe...I recalled the moment but I couldn't All I could see, the mask fell off beneath was a demon; I survived, later to find out that the demon was a monster, just masked to be unnoticed; Though vulnerable I dug, I dug, I dug to find the truth, I dug to pull off the worn masks... All I found was a sad soul, a torn paper, a destroyed bud, a restless God! I couldn't explain to myself, what had I seen, for what I had only learnt to be colourless. Now I fear the wo

Maybe the other day

Maybe the other day I'll fall in love Let me rise today Above... like the Golden Dove Maybe the other day I'll kill a man Let me save one today For the sake of Love Maybe the other day I'll molest a girl Let me Love one now Just One... Let be embrace her, Let me find her more, Let me make her feel Loved, Then let's... Rise in Love together. Maybe the other day I'll touch her body, Let me touch her heart today... Let me touch her heart today!                                       ~SS😊                                          পাগলা             

All Because of ME

Once I knew a man, who was wounded in Love Once I knew a star who was burnt in light Once I knew a sea who drowned in water... Once... Once I met the sky who told me "It's a lie". Once a girl had promised me that she'd never let me cry It was soon when I remembered the man Later I remembered the sky Once I fell in Love with a girl who shone like a star who was far far away, who was vast as the sea and miles deep down... No it wasn't soon when I understood that I may see her as a star or perceive as the sea But it's not because of her... But all because of me !    ~SS

মানুষের প্রভু

মানুষ কখনো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে... মনের কথা দূরস্ত চরণেও হয়না স্থান, কারণ মনুষ্য তো তুচ্ছ কীড়া, মূর্তিই ভগবান । চিন্তা ভাবনা লোপ পেয়েছে মানুষের এখন লোভ পেয়েছে, ঈশ্বর কে স্নেহ না করে মানুষ তাকে ভয় পেয়েছে... সেই লোভে তে, সেই ভয়ে তে উথাল-পাথাল জগৎ, ভর্তুকি তে দান করেছে, কার্য যেথা মহৎ । মানুষ তবে অনেক চালাক,  ঠকানো তাকে যায়না কভু, আবার পাশের মানুষ মেরে বলে, আদেশ করেছেন...স্বয়ং প্রভু ! হ্যাঁ...মানুষ, প্রভুর আদেশ মেনেই চলে, মূর্খরা কখনো বলে অবুঝ, শুধু কোনো প্রভুর বর্ণ কমলা... কোনো প্রভুর সবুজ । প্রগতি যে থমকে আছে তাতে কার কিই বা আসে, মানুষের যে অনেক কাজ, মানুষ এখন ব্যস্ত প্রমান করতে হবে কিনা তার... ...সুধু তার প্রভুর বর্ণই শ্রেষ্ঠ । তাই মানুষ হয়তো স্থান পাবেনা ঈশ্বরের ঘরে, কারণ মানুষ এখনো স্থান পায়না, মানুষেরই দ্বারে ।।                          ~ পাগলা

মনুষ্য হে

ছেড়ে দেওয়া, নিজেকে... জলের মতো। মেলে দেওয়া, নিজেকে... আকাশের মতো। সেই আমি কে শেষ করে দেওয়া, সেই তোমারও শেষ হয়ে যাওয়া। সেই জলে ভাশা, জল হয়েই... সেই নরম আশা, তার কাছেই... আর তার-আমার না থাকা সংসার না বেঁধে, সংসার হয়ে যাওয়া। মনুষ্য হে, এ পথ উঁচু...তোমাদের জন্য নয়, নোংরা মাখো তোমরা, মনে নিয়ে হিংসা-ভয়... অহং রঙে রেঙে তোমরা করো, তোমাদেরই বিশ্ব জয়। মনুষ্য হে, এ পথ উঁচু... এ পথ ঈশ্বরের... এ পথ তোমাদের জন্য নয়।।      ~পাগলা

দর্পন

ছিলাম আমি অজ্ঞ,  মূর্খ ছিলাম জানি... জানতাম না কার কাছে একটু আশ্রয় পাবো আমি, কার কাছে এই দুঃখের শহরে পাবো সুখের রাজ্য, আবার কার কাছে আমি অখণ্ডিত, নয় যে বিভাজ্য... ভুল করতাম অপর লোককে ঠিক করতে গিয়ে, ভুল করতাম অপর লোকের চিন্তা ভাবনায় গিয়ে, অবিচারের বদলা নিতে কীট হয়েছিলাম আমি... সব ধোঁয়াশা মিটে গেল, দর্পনের সামনে গিয়ে ।।                                                       ~পাগলা

মহাভারত

সরল রেখা খুবই কঠিন আঁকা-বাঁকা ভাল, মুখে বলো সাদা মন মনের ভেতর কালো। সত্য-ধর্ম গেয়ে গান পরাজয়ই প্রাপ্য, ধর্মের পথ ফেরাতে তাই... অধর্মই কাম্য। তোমরা যতই হও কালো আরো ভালো সাজো, দুঃখের সঙ্গে বলতে হবে... "অস্বথামা হত... ইতি গজ !"                        ~পাগলা @ সোহম

Lost and Won

Just when I thought, I won... I thought again..."Did really I ?"... The answer came, at first it felt like a heart, later I realised, it just...was a shadow... carved with grievance whose path was lead to grief. Just when I thought I lost, I needn't need a thought again... The answer came, it was again a heart this time... Maybe a real one this time, filled with Love and full of colours... It was the reward for the defeat...in the battle of 'I's, in the battle of egos... It was a reward that I got... A heart full of Love... It was to know, to understand... when to lose, and when not to win, and to perceive that it was a battle... Without a loser, and a winner... When both are the losers, then both... are the winners ... !                                ~পাগলা😊                               © sohams8

কুকুর হওয়াই ভাল

ভুল করলে শাস্তি হবে ঠিক করলে ভাব, 'না' বললে পড়বে চাঁটি, 'হ্যাঁ' বললে আমের আঁটি। সোজা চললে আর হবেনা, ব্যাঁকা চললে ভাল... মানুষ হলে আর হবেনা, তাই... কুকুর হওয়াই ভাল... ।। ভালবাসলে জুটবে লাথি, পাত্তা দিলে জুতো, আবার লোক দেখিয়ে ভান করলে জুটবে ভূয়ো স্নেহ... তাই তোমাদের দিলাম বাণী, মনে রাখাই ভাল... মানুষ হলে আর হবেনা, তাই ... কুকুর হওয়াই ভাল ... ।।                            ~পাগলা ©sohams8

Promises...

Promises are meant to be kept... for some. For some, it's an insignificant game. Letters are meant to be read alone, for some it meant to expose. Love, like these is meant... just to Love...for the sake of Love... But for some, it's meant to play, this time... a significant game. Rain may stop, rivers may freeze, The air may stop blowing... also the justice, the truth may stop flowing... But as we know, they're never hidden... The Sun, The moon, The Truth... The Time takes the charge... Or must, come the saviour to fight and dig out the truth... To establish... Light in earth ! ...... This is the time, When the Time as well as the Saviour has come, to rescue the mankind...to establish light, To teach how promises are kept. To teach how letters are read, To teach, How to Love !                      ~পাগলা    ©sohams8

মানুষের রং

মানুষ কখন পাল্টি খাবে, ডান বলে সে বামে যাবে, স্বচ্ছ জলে রং মেশাবে, নাটকে সে মন পোষাবে । সত্য খুশি ভুলে যাবে, নকল সুখে পেট ফোলাবে, পয়সা দিয়ে রুগী হয়ে, পয়সা দিয়েই সুস্থ হবে । সরল প্রেম জলে দেবে, নোংরা প্রেমের দাসী হবে, নিজের পায়ে কুরুল মেরে, লোকের কাছে কাঁদন গাবে । যেই প্রেম হৃদয় জোড়ে, মানুষ তাকে তুচ্ছ ভাবে, তবে... যেই প্রেম জকঝকানি, সেই প্রেমটি চেটে খাবে। আসলে, মানুষ মানুষকে তুচ্ছ ভাবে, পারলে যেন... ভগ্ন করে চিবিয়ে খাবে, বিনয় যে তার লো প পেয়েছে, ভালবাসা পথ ছেড়েছে, সবার ভাল হওয়ার চেয়ে, এখন... 'আমার' ভাল বড় হয়েছে ।।                                    ~পাগলা ©sohams8

ক্ষত

দুঃখ দিয়ে ভাঙবো সব, দুঃখ দিয়েই ভাঙবো সব, কষ্ট গুলো ফিরিয়ে নেব... তোকে শুধু 'হাঁসি' টুকু দেব । না... চোখ দিয়ে আর জল পড়েনা, যখন দেখি তোকে অন্যের ঘরে, দুঃখ যেসব থিতিয়ে গেছে, শুধু... জলের মতন মন টা পড়ে । এখনো সেই বাস্তবের মাঝে- দেখে ফেলি অনেকটা সপ্ন, আবার এখনো সেই স্বপ্নের মাঝে- এক ফোঁটা বাস্তব খুঁজি... দেখি তোকে আমার পাশে, আবার ছুঁতে চাই... ঠিক একটা পাগলের মত। আমার কিছুই ফুরায়নি শুধু সব দুঃখ যত, মনহয়না কিছুই...শুধু জমেছে... ক্ষতর পর ক্ষত... ক্ষতর পর ক্ষত ।।   ~পাগলা ©sohams8.

The Mirror !

Stupid I was, thinking whom to smile to... Stupid I was, thinking whom to walk up to... Stupid I was, thinking whom to Love to... All, but something was clear to me until I walked upon...The Mirror ! Foolish I was, thinking of correcting others, Foolish I was, thinking what others had thought, Yes...so foolish I was... thinking to take revenge of the injustice to me... Yes...All but something was clear to me until I walked upon...The Mirror !                                               ~পাগলা😊 ©sohams8

জন্ম-মৃত্যু

আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই । আমার আছে রূপান্তরণ, কখনো অগ্রগমন, কখনো অবনতি, কখনো ধুলো হয়ে যাওয়া, কখনো সূর্য হয়ে আলো দেওয়া... শেখা-শেখানো, আর শুধুই দেওয়া আর দেওয়া... কখনো বেঁচে থাকতে মরা, কখনো মরে উঠে বাঁচা। জীবন নয় এক খাঁচার মধ্যে, জীবন প্রতিটি কণিকায়, তুমি দেখছো জীবন আছে... নাহলে সবই শূন্যে ভাসে... সবই শূন্য, সবই সর্ব...সবই অন্তহীন... আবার সবাই বলে এবার আসি এসব ছেড়ে পালাই... হ্যাঁ, আমার মত তোমারও, কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই ।। ~পাগলা ©sohams8

Oh let The Lord

Oh let The God forgive me, Forgive me for not praising you, Forgive me for not blaming you for the catastrophe, Forgive me for not treating you as you should be, Oh let, please let The God forgive me... Forgive me... Oh let the The Lord pardon me, Pardon me for praising you, praising you how less that you shouldn't be, Pardon me for blaming you for the mediocrities, Pardon me for treating you as I think you should be... Oh let, please let the The Lord pardon me, Pardon me... For you, I don't know how much you should be treated... Forgive me, for the mediocrity to weigh you... Pardon me, for the audacity to judge you... For you, your vastness can never be weighed, Your beauty can never be judged... Only be felt... Smelled... Felt by Heart... Felt by Everything...                                           ~SS😊                                            পাগলা ©sohams8

ভালবেসেছি...

পূর্ণিমার চাঁদ কে ভালবেসেছো ? আমি তো অমাবস্যা কে ভালবেসেছি... প্রেমে অভেদ্য হয়ে থেকেছো ? আমি তো বিঁধতে দিয়েছি নিজেকে... 'আত্ম'-সম্মান বজায় রেখেছো ? আমি তো তাকে বজায় রেখেছি... ভালবেসে সব কিছু পেয়েছো ? আমি তো প্রতিবস্তু হারিয়েছি... প্রেমে তুমি পাথর হয়েছো ? আমি কিন্তু জল হয়েছি... প্রেমে তুমি বদলা নিয়েছো ? আমি তার চোখের জল নিয়েছি... প্রেমে তুমি দুঃখ দিয়েছো ? আমি আমার হাঁসি টা দিয়েছি... তুমি জিতেও কি ধনী হয়েছো ? তুমি পেয়েও কি খুব কেঁদেছো ? ... আমি হেরেও যে সব জিতেছি... আমি ব্যর্থ হয়েও খুব হেঁসেছি... কারণ আমি ভালবেসেছি... কারণ...আমি ভালবেসেছি...!! ||                                       ~পাগলা😊 ©sohams8

আভ্যন্তরীণ ভালবাসা

এত কঠিন ভালবেসোনা আমায়, যাতে অভিধান খুলে দেখতে হয়... এত আলো জ্বেলোনা মনে যাতে, অমাবস্যা ভুলতে হয়... এই পৃথিবীর বক্ষ মাঝে, যখন ঘৃনা উঠলো সেজে, মিথ্যে মাখা গরম জলে, যখন লোকে বৃষ্টি ভেজে... ... সবার লাগতো বৃষ্টি ভাল, রক্তে মাখা, বেশ জোড়ালো, যদিও পরন তাদের হালকা হাঁসি, সঙ্গে অহং একটু বাসি, বাইরে থেকে ঝকঝকে যে, হাব-ভাব ঠিক রানির মতন কিন্তু অধোবাস ছিলো শুধুই ঘৃনা, আর সামনে ছিলো মিথ্যে       যতন... নিয়ম ভাঙাই নিয়ম ছিল, ভরসা করা দায় ছিল, নোংরামুখো খেঁকশিয়ালদের, জুড়ি মেলা ভার ছিল... ... তারপর ছিল তোমার দেখা, মুচকি হাঁসি, আলোয় মাখা... যদিও তোমার পরন সবার সরল, কথাটি তোমার বড্ডো বাঁকা... বোঝার মতন নয় সেতো সে, সোনার মত নয়, বটে দেখার মতো হয় সেতো সে, মাখার মত হয় ।। রঙিন চশমা, যুগের হাওয়ায় যখন সবাই মজে, মোহ-গঙ্গায় যখন সবাই রঙিন রঙে সেজে... তোমার নীরস একঘেঁয়েমির জুড়ি মেলা ভার, ধুর...খেয়াল রাখা, পাশে থাকা ভাল লাগতো না আর... চেয়েছিলাম বটে রঙিন চশমা আমিও সে একদিন, পরে দেখলাম সাদা চসমাই বেজায় আভ্যন্তরীণ... তাই তো বলি, বড় কঠিন ভালবাসো তুমি আমায়, ...এত কঠিন ভালবেসোনা আমায়,

চল মিষ্টি সেই সেখানে...

চল মিষ্টি সেই সেখানে, আকাশ-পাতাল যায় মিশে যেখানে, যেখানে রামধনুও মেশে মাটিতে, পৌঁছে যাব ঠিক... হাঁটিতে-হাঁটিতে... চল মিষ্টি তাদের দেশে, যাদের মনের মধ্যে সাদা আছে, আর মাটির মধ্যে কাদা, তারা আগুন দিয়ে প্রদীপই জ্বালায়, নয় গাছের পাতা... ...জানিস! তাদের রাস্তা গুলোই ঘোরানো-পেঁচানো, মন গুলো কিন্তু সোজা, চুল টাও হয়তো পেঁচানো...অনেকটা আমার মত, কিন্তু হাঁসি খানি একেবারে খাজা... মিষ্টি! কিরে ?!... জানিস ওরা সত্যি খুব ভাল রে, ঠুনকো প্রেমের নাকি তারা ধারই ধারেনা, তুচ্ছতার মানেই নাকি তারা জানেনা... জানিস...ওরা নাকি, প্রেম বললেই আঁকড়ে ধরে, অশ্রু জলে বুকটি ভরে, তখন তারা, আমি-তুমি মানেই বোঝে না...! কোথাও যেনো হারিয়ে চলে, পরের সুরে কথা বলে... বলে তারা... "ভালবাসার ঋণ হয়না, হয়না কোনো শর্ত, ভালোবাসায় সামর্থ হয়না, হয়না কোনো অর্থ... ঐতো যেটা জগৎ বানায়, ওইতো স্বপ্নপুর, দেয়ে নিথর দেহে প্রাণের আলো, দেয়ে নীরব গানের সুর... ও, নিজেই শর্ত, নিজেই অর্থ, হয়তো মানব জাতির, ঐটাই... সর্বোচ্চ...!!!" ...কিরে মিষ্টি, জাবি তো ?...                          ~পাগলা😊 ©sohams8

অন্য চোখে দেখো...

কখনো জানলার আড়ালে থেকে দেখো... কখনো শুধু, শুধুই কবি হয়ে দেখো... কখনো আদর টা যত্ন করে রেখো, শুধু তার জন্যে... কখনো হাওয়ায় ছবি এঁকে দেখো... কখনো শুধু, শুধুই ভাল চেয়ে দেখো... কখনো নীরবে ভালোবেসে দেখো... তাকে... কখনো জেনে বুঝে বোকা হয়ে দেখো ... কখনো না বুঝে কেঁদে দেখো... কখনো বা নত হয়ে দেখো... তার সামনে... কখনো জিতে, হেরে দেখো... কখনো ইশ্বর হয়ে দেখো... কখনো প্রেম হয়ে দেখো... কখনো আমি হয়ে দেখো ...||                                       ~পাগলা😊                          ©sohams8

How Could I ?

How can, what all I had thought, be mine? How could all the air blow towards me, all the time? How can the sun shine only towards me? How could, the raindrops be only felt by me? And how could I, catch a glimpse of her, walking by? Or standing beside me, wanting me to hold her hand... How could I? How could I ever make her smile? Or how could I ever make her cry, for only just I could wipe her tears... How could I even tell her, "You, you are beautiful!", How could I even stand by her side, How could I ever ask, "Hey, you cry? Why? Come to me, come"... How could I ever turn her insecurities in positivities, Or ever could I make her understood, what eternity was... Or if I could say her that, "You're mine !"... Then suddenly I got to know, Neither the air that blew, nor the sun that shone, nor the raindrops left that fell were mine... Yes, they were meant for the divine... Just like you... So, how could I...? How could I think you

চাইনা হতে...

জীবনে কঠিন নয়, সহজ হতে চাই... জীবনে পাহাড় নয়, সাগর হতে চাই... জীবনে দুঃখ নয়, আদর হতে চাই... জীবনে আগুন নয়, জল হতে চাই... চাইনা যেতে সবার উপরে, চাই থাকতে সবার নিচে, চাই হতে সেই মাঠের ধূলো, চাই মাটির সঙ্গে মিশে যেতে... চাইনা আমি আমার হতে, চাই আমি তোমার হতে, চাই আমি সবার হতে...।। চাইনা আমি রাম-সীতা কে, চাইনা আমি অহং, চাই যে শুধু সূর্য-চন্দ্র, চাই যে আমি তারা... চাইনি আমি হতে তির, চাইনি হতে ভক্ত, চাইনা লোকের অশ্রু ঝরুক, চাইনা ঝরুক রক্ত ।। চাইনা আমি বাস্তবতা, চাইনা কোনো হিসেব, চাই যে আমি অবাস্তবের...সঙ্গে যেতে মিশে, চাইনা হতে অসৎ প্রেমিক, চাইনা হতে ঋণী, চাই যে হতে ভালবাসা, হতে চাই প্রেমিক নামক ধনী... ।। ~পাগলা