কুকুর হওয়াই ভাল

ভুল করলে শাস্তি হবে
ঠিক করলে ভাব,
'না' বললে পড়বে চাঁটি,
'হ্যাঁ' বললে আমের আঁটি।

সোজা চললে আর হবেনা,
ব্যাঁকা চললে ভাল...
মানুষ হলে আর হবেনা, তাই...
কুকুর হওয়াই ভাল... ।।

ভালবাসলে জুটবে লাথি,
পাত্তা দিলে জুতো,
আবার লোক দেখিয়ে ভান করলে
জুটবে ভূয়ো স্নেহ...

তাই তোমাদের দিলাম বাণী,
মনে রাখাই ভাল...
মানুষ হলে আর হবেনা, তাই ...
কুকুর হওয়াই ভাল ... ।।
                           ~পাগলা

©sohams8

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

কথোপকথন

খুব ঘামছি আজকাল