Posts

Showing posts with the label প্রেমের কবিতা

তাড়াতাড়ি এসো আজকে কিন্তু...

যখন আমি দেখিনা তোমায় তখনও তোমায় দেখি, কেননা তোমায় বুঝি না দেখে থাকা যায়না। এক নাস্তিককে হঠাৎই, তুমি বানিয়ে দিয়েছো মস্ত বড় আস্তিক;  আমি পেয়েছি তোমায় সেভাবেই, যেভাবে মৎজার্ট পেতো নিজের সুরের সন্ধান।  কেন, কখন, কিভাবে জানিনা যে কিছুই আমি, শুধু উঠে দেখি ঘুম থেকে একদিন: বুকের মধ্যে বেহালা বেজেই চলেছে, করা যাচ্ছেনা বন্ধ। ঘুম থেকে উঠলাম এবার;  হ্যাঁ, স্বপ্ন ছিলনা ওটা। দুবার ঘুম থেকে ওঠা যায়না। মনেহয় গোটা জীবনটাই একটা স্বপ্ন, সমস্ত মানুষই স্বপ্ন; শুধু আমি, আর তুমি ছাড়া। এইযে কষ্ট করে এতগুলো পংক্তি পড়লে তুমি,  কি দরকার ছিল?  আজকেই তো আসবে আবার আমার বুকে ।। ~সোহম ১০.০৯.২২