Posts

Showing posts with the label আজকে এলাম

আজকে এলাম...

আজকে তুমি ঘর নও আজকে তুমি অপরিচিত আজকে রয়েছে ঝড়ের আভাস আজকে বিনাশ আশঙ্কিত। আজকে দেশে শান্তি নেই আজকে মহামারীর আবির্ভাব আজকে শুরু ঘৃণার দিন মনের ওপর নিম্নচাপ। আজকে দেশে মারামারি আজকে বাতাসে ঘৃণার বিষ আজকে ফুলের মৃত্যুদিন আজকে আমার লগ্নশেষ। আজকে বাঁচার সময় নেই মৃত্যু ডাকে গেলাম, পারলে তুমি কালকে এসো আজকে আমি এলাম। ~পাগলা