Posts

Showing posts with the label society

এই সমাজ...

হটাৎ করে মানুষ যখন চোখের সামনে অন্ধকার দেখে তখন কিছু করার থাকেনা, মানুষ অনেক রকম পথ বেছে নেয়, হয়তো নিজেকে জীবন বিমুখ করে তোলে বা হয়তো ভাবে জীবন টাকেই শেষ করে দেবে। কিন্তু আদতে জীবনকে কোনোদিনও ওরম করে শেষ করা যায়না, জীবনকে জয় করতে হয়।  আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কারোর এরম কোনো পরিস্থিতি এলে তাদের পাশে দাঁড়াইনা, এমনকি নিজেরও ওরম কিছু হলে সত্যিকারে নিজের জন্যও দাঁড়াতে পারিনা। কেন? আমরা কি দাঁড়াতে ভুলে গেছি? শিরদাঁড়া সোজা করতে ভুলে গেছি? হয়তো তাইই। কারণ আমাদের এই সমাজ আমাদের একটা স্টুপিড, স্পাইনলেস জন্তু (বা জড়পদার্থ ও বলতে পারেন) করে তুলতে চাইছে। এই সমাজ এমন একটা সমাজ যেখানে চিকিৎসার নামে লাখ-লাখ টাকা নেওয়া হয়, যেখানে শিল্পের কদর নেই, যেখানে সিনেমার নামে সার্কাস দেখানো হয়, যেখানে শুধু একটু পয়সা ইনকাম করতে পারলেই লোকে ভাবে অনেক কিছু করে ফেলেছি, যেখানে এখনো লোকের পদবি-জাতি দেখে লোকের বিচার করা হয়, যেখানে মানুষের মূল্য মানুষই বোঝেনা, যেখানে মানসিক স্বাস্থ্য একটা অবাস্তব বস্তু হিসেবে দেখা হয়, যেখানে মানুষ এখনো মনে করে শিক্ষার থেকে মন্দির-মসজিদ জরুরি, যেখানে এক মা তার ছেলে কে বলে 

কীট-পতঙ্গের উল্লাস

চিন্তা ভাবনার দিন ফুরিয়ে গেছে ছাত্রদের স্থান শুধু পরীক্ষার খাতায় শিক্ষার মানে ভুলতে বসেছে সবাই আন্দোলনের মেঘ ঢেকেছে ধর্মান্ধতার ছাতায়। পথিকেরা চলেছে রেল লাইন বেয়ে যেইদিকে নিয়ে যাচ্ছে স্রোতে খোলা মাঠে হাঁটার আনন্দ জানেনা আর কেউ এসেছে বোকা বাক্সের সামনে বসে...বোকাচন্দ্র হওয়ার ঢেউ। শিল্পের নামে সার্কাস চলেছে শিক্ষার নামে ভণ্ডামি সাধনা এখন মাথায় উঠেছে, চলেছে শুধু টাকা-পয়সার গুন্ডামি, এখন... এখন পৃথিবীতে আর নেই মানুষের বাস, মনুষ্যত্ব সব ধুয়ে গেছে, পড়ে শুধু... কীট-পতঙ্গের উল্লাস। ~পাগলা ©sohams8