Posts

Showing posts with the label SS

একটা বই বেরোবে...

তুমি কি জানো?     ... তুমি আসার পর কবিতা লেখা ছেড়ে                              দিয়েছি আমি? বিরক্তিকর বিতর্কের সারি সারি পাঁচিল গুলো আর ডিঙিয়ে আসতে হয়না, ঝর-ঝর করে ভেঙে পড়েছে সব, ধূলিসাৎ। ঠিক যেন নাগাসাকির সেই আতঙ্কিত রাত! তুমি আসার পর, তুমি কে তুই বলা অভ্যেস হয়ে গেছে।  তোকে নিয়ে বই লেখার কথা ভেবেছি, না! লিখে যায়নি কেউই;  সক্রেটিস থেকে রবীন্দ্রনাথ, সব ডাহা ফেল। আমি জানিনা ওই বইতে কি থাকবে,  তবে এটুকু জানি যে কি থাকবেনা; শব্দ, পৃষ্ঠা, মলাট। ~ সোহম               

মানুষ, জল হও:

Image
সিইউ স্পিক্স পত্রিকার মে ২০২১ সংখ্যায় এই লেখাটা দিয়েছিলাম।  (অনেক চেষ্টা করেও টেক্সট ফর্ম্যাটে দিতে পারলাম না) লেখাটার নাম,  মানুষ, জল হও:

As the way you are...

Horses have flown from my terrace, My dreams weren't only mine I've seen you somewhere in in my shadows... walking with me with passing time. I'd tried hard to write a note on you realised hadn't a word, only colours to see through into. The way your tongue touched my lips felt like hot coffee on a rainy day, tasted like my own warm bed smelt like a boon; or whatever they say Thought my kiss would pierce your flesh all the way through your soul, but it went through the blue sky maddening us both, grasping us; whole! Tried to hide within my words couldn't help but I got caught, All I wanted to know what Love is Only perceived what Love is not. Hey! No need to dress up like princess No need to cover up the madness just come fast with your smelly body and soul, Just come, as the way you are...! ~SS 15.11.21 CURaj

একটা ঝড় উঠুক

আমি চাই একটা ঝড় উঠুক ধুয়ে-মুছে দিক সমস্ত নিয়ম বাঁধন গুলো ভেঙে যাক তৎক্ষণাৎ থেকে যাক যা কিছু অক্ষয়-অবিনাশ... তুলে নিয়ে যাক আদিমের গোঁড়ামি ছুঁড়ে ফেলুক একের পর এক অতিমারী ভাত গুলো উড়ে যাক গরিবের থালায় মানুষ আবার পথ ফিরে পাক, আন্দোলনের ছায়ায়। বাঘ গুলো জাল ফুঁড়ে দিক চিড়িয়াখানার প্রত্যেকটা মানুষ নিজের না লেখা প্রেম-পত্র গুলো লিখে ফেলুক, অস্ত যাক রাজার সূর্য, ফিরে আসুক আবার...প্রজাদের হাতে গড়া সেই টিমটিমে তারা ভরা আকাশ। আবার শান্ত আকাশে কালো মেঘ গুলো জড়ো হোক, চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে সবাই গন্ধ পাক...আগাম ঝড়ের, সব্বাই নেমে আসুক রাস্তায়, সেই ঝড়ের কামনায়,  আমি চাই, আমি শুধু চাই একটা ঝড় উঠুক! ~পাগলা ১৪.০৫.২১

নতুন আলো

আজ বসে আছি ভ্যাবাচ্যাকা খেয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু তারা গুলো গুনে গুনে ফুরিয়ে গেছে পরে আছে বাকি গোনা অন্ধকার টুকু। শিশু গুলোকে মাংসপিণ্ডে পরিণত করেছে দিবাকালেও ঘোর অন্ধকার  জিভটাও কেটে নিয়েছে ওরা পাছে করে ফেলি তারস্বরে চিৎকার? আবার কি আসবে ভোর? মাটিতে পুঁতে দেওয়া লাশ গুলো খুঁড়ে বেরিয়ে আসবে? আবার কি জিভ কাটা মানুষ গুলো নিজেদের কন্ঠস্বর ফিরে পাবে? আবার কি আমি...রাতের অন্ধকারে খুঁজে পাবো তারা?...খুঁজে পাবো নতুন আলো? ~পাগলা @sohams8 ০৯.০৪.২১

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে

এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। সবে তো হয়েছে মন্দির স্থাপন, ঘর জ্বালানো, কটা মাত্র ধর্ষণ; সবে তো কয় লক্ষ মানুষের পেটে আগুন জ্বলছে; সবে তো শিক্ষিতরা ধরনা দিয়ে মরছে - বর্বররা দেশ চালাচ্ছে; এইতো সবে মানুষ পশু হতে শিখেছে, নিজের স্বার্থে কাজ করতে শিখেছে... এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এইতো সবে মানুষ ভরাপেটে আকাশের তারার দিকে তাকাতে শুরু করেছে, সবে মাত্র মানুষ মানুষকে প্রনাম করতে শিখেছে, এইতো সবে মানুষ গোল কে গোল, সাদা কে সাদা বলতে শিখেছে, সবে মাত্র মানুষ মানুষের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, এইতো সবে মানুষ মানুষকে জয় করতে শিখেছে, সবে মাত্র কর্তৃত্বের চোখে চোখ রাখতে শিখেছে... এই সবে সুড়ঙ্গ শেষের আলোটা দেখতে পেয়েছে, এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে। এখনো অনেকটা মানবতা শেখা বাকি আছে! এখনো, অনেকটা মানবতা শেখা বাকি আছে! ~পাগলা

ভয়ের কীর্তন

মানুষ কাছে আসেনা... ভয় পায়, ভয়ের আকাশে ছবি আঁকে বালির সাগরে ডুবতে চায়। মানুষ আয়নায় দেখেনা নগ্ন নিজেকে ভয় পায় গায়ে মিথ্যের খোলস জড়িয়ে থাকে খোলস ছাড়াতে ভয় পায়। মানুষ ডানা মেলতে ভয় পায় কারোর বুকের উষ্ণতা অনুভব করতে ভয় পায়, অপরকে বিশ্বাস করতে ভয় পায়, কেননা মানুষ... নিজেকেও বিশ্বাস করতে ভয় পায়। ~পাগলা

A Hazy song

What's our fate? What's our destiny? Is it just a mirage in itself... Or a mutiny ? Is life an epidemic? Are your wounds healed ? Aren't you burning like me ? Have you... Have you ever lived ? Is life a paradox? Or, is it a living being in itself? Have you found the answer? Maybe you have...unaware of it, wandering for more,  Or maybe the path is the answer... Have you ever been loved,  the way you want? Or have you ever loved someone, just the way they are? Does the former really matters? The latter surely does. ~SS

আলোর ছবিটা আঁকতে

মৃত তোমাকে বয়ে বেড়ায়নি আমি দিয়েছিলাম প্রাণ, আলো করে ছিল তুমি আমার পংক্তির মাঝে। তুমি জীবিত আমাকেও মৃত করেছ নিজের কক্ষে, মরা আমিকেও বার বার মেরেছো, কিঞ্চিৎ রেহাই দাওনি। দোষ কি তোমার?: বারবার ফিনিক্স টাকে খুন করা! নাকি আমার?: নুড়ি কে মুক্ত ভাবা! পারতেনা কি তুমি আকাশটাকে জড়িয়ে ধরতে? আকাশটাকে আকাশের মত করে দেখতে? যেরম আমি অন্ধকারে আলো জ্বালতে চেয়েছিলাম... পেরেছি শুধু আলোর ছবিটা আঁকতে। ~পাগলা

নিজের সঙ্গে

এতদিনে এটাই উপলব্ধি করেছি; একজনের সঙ্গেই সম্পূর্ণ , পুঙ্খানুপুঙ্খ, অরাজনৈতিক সম্পর্কে বিলীন হতে পারি: নিজের সঙ্গে। ~পাগলা

মিডিয়া ও মানুষ

মানুষ আজকাল নিজের বাড়িতে থাকার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও থাকে, জেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। বার-বার ফোন চেক করার প্রবণতার সাথে সাথে আজকের স্ট্যাটাসটা কি হবে, কজন লাভ রিয়্যাক্ট দেবে সেই চিন্তা আমাদের গ্রাস করে। এখানে আমাদের কথাটা ব্যবহার করলাম কারণ এখন ৯০% লোকের কাছে হয়তো স্মার্টফোন আছে এবং তাদের মধ্যে কিছু লোক এইটা পড়ছেনও। আজকে আমাদের পপুলারিটি তথা ভ্যালু বিচার হয় কার কটা লাইক পড়ছে দেখে, এখন আবার লাভ রিয়াক্ট বেরিয়েছে...ব্যাপারটা অনেকটা ভোট দেওয়ার মত, ৫০০০ গরু পার্টির পক্ষে ভোট দিয়েছে, আর ৪০০০ জন উন্নতি পার্টি কে, তাই গরু পার্টি চ্যাম্পিয়ন। আসলে এইটা লোকে ভুলে গেছে গরু পার্টি কে গরু রাই ভোট দেয়(হ্যাঁ, আর গাধাও), আর আমাদের মানুষের সভ্য সমাজ বানাতে হবে, গরুদের নয়। আমাদের কিন্তু একটা জিনিস খুবই সহজ হয়েছে, সময় কাটানো, বা যাকে বাঙালিরা বলে time-pass। কিন্তু সেই time-pass করতে গিয়ে আমরা কিন্তু অনেক মূল্যবান জিনিস হাতছাড়া করছি; যেরম নিজের সঙ্গে সময় কাটানো, আমরা ভুলে গেছি নিজেকে: মানে নিজের ভেতর টাকে, নিজেকে ভালবাসতে, নিজেকে চিনতে, নিজের কোথায় অসুবিধা হচ্ছে সত্যিকারের সেটা ভাবতে, বা হয়ত...

এই সমাজ...

হটাৎ করে মানুষ যখন চোখের সামনে অন্ধকার দেখে তখন কিছু করার থাকেনা, মানুষ অনেক রকম পথ বেছে নেয়, হয়তো নিজেকে জীবন বিমুখ করে তোলে বা হয়তো ভাবে জীবন টাকেই শেষ করে দেবে। কিন্তু আদতে জীবনকে কোনোদিনও ওরম করে শেষ করা যায়না, জীবনকে জয় করতে হয়।  আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কারোর এরম কোনো পরিস্থিতি এলে তাদের পাশে দাঁড়াইনা, এমনকি নিজেরও ওরম কিছু হলে সত্যিকারে নিজের জন্যও দাঁড়াতে পারিনা। কেন? আমরা কি দাঁড়াতে ভুলে গেছি? শিরদাঁড়া সোজা করতে ভুলে গেছি? হয়তো তাইই। কারণ আমাদের এই সমাজ আমাদের একটা স্টুপিড, স্পাইনলেস জন্তু (বা জড়পদার্থ ও বলতে পারেন) করে তুলতে চাইছে। এই সমাজ এমন একটা সমাজ যেখানে চিকিৎসার নামে লাখ-লাখ টাকা নেওয়া হয়, যেখানে শিল্পের কদর নেই, যেখানে সিনেমার নামে সার্কাস দেখানো হয়, যেখানে শুধু একটু পয়সা ইনকাম করতে পারলেই লোকে ভাবে অনেক কিছু করে ফেলেছি, যেখানে এখনো লোকের পদবি-জাতি দেখে লোকের বিচার করা হয়, যেখানে মানুষের মূল্য মানুষই বোঝেনা, যেখানে মানসিক স্বাস্থ্য একটা অবাস্তব বস্তু হিসেবে দেখা হয়, যেখানে মানুষ এখনো মনে করে শিক্ষার থেকে মন্দির-মসজিদ জরুরি, যেখানে এক মা তার ছেলে কে বলে...

কীট-পতঙ্গের উল্লাস

চিন্তা ভাবনার দিন ফুরিয়ে গেছে ছাত্রদের স্থান শুধু পরীক্ষার খাতায় শিক্ষার মানে ভুলতে বসেছে সবাই আন্দোলনের মেঘ ঢেকেছে ধর্মান্ধতার ছাতায়। পথিকেরা চলেছে রেল লাইন বেয়ে যেইদিকে নিয়ে যাচ্ছে স্রোতে খোলা মাঠে হাঁটার আনন্দ জানেনা আর কেউ এসেছে বোকা বাক্সের সামনে বসে...বোকাচন্দ্র হওয়ার ঢেউ। শিল্পের নামে সার্কাস চলেছে শিক্ষার নামে ভণ্ডামি সাধনা এখন মাথায় উঠেছে, চলেছে শুধু টাকা-পয়সার গুন্ডামি, এখন... এখন পৃথিবীতে আর নেই মানুষের বাস, মনুষ্যত্ব সব ধুয়ে গেছে, পড়ে শুধু... কীট-পতঙ্গের উল্লাস। ~পাগলা ©sohams8

সেইদিন নিতে আসব তোমাকে...

একদিন এই ছলনা খেলা বন্ধ করবে সবাই সারাক্ষন আমি আর হাসবনা মেয়েটা খেলবেনা আর বোকা ছেলেটার মন নিয়ে ক্ষুন্ন স্বামী-স্ত্রীরা প্রেমীদের কাছে ফিরে যাবে লাশ গুলো আর লুকিয়ে পাচার হবেনা দু দেশের মধ্যে জমি নিয়ে খুনোখুনি হবেনা হিন্দুরা মসজিদে গিয়ে নামাজ পড়বে মুসুলমানে মাজবে মন্দিরের বাসন  হিজড়েরা পাড়ায় দাঁড়িয়ে গান করবে ছেলে-মেয়েরা প্রকাশ্যে চুম্বন করবে বাচ্ছা মেয়েরা আর ধর্ষিত হবেনা সেইদিন মানুষের টাকা মানুষই ফিরে পাবে আমিও ফিরে পাব আমাকে, রাশিফল দেখে আর বিয়ে হবেনা সেইদিন যদি অপেক্ষা করো... নিতে আসব তোমাকে। মিথ্যে খেলা বন্ধ হবে,  তবুও আগুন জ্বলবে তারা তে, সেইদিন যদি অপেক্ষা করো... নিতে আসব তোমাকে। ~পাগলা  ০১.০৭.২০

To Pull the Trigger

The matter is to end the suffering Is it worth to pull the trigger ? Will it all end or, I'll again get casted to suffer again ? Is it my body who suffers ? Or is it the mind ? Is this me, who only does or is it life in itself : Meant to suffer ? I don't know. ~SS

মরতে চাই

অনেক জিতেছি তোমার কাছে আজকে আমি হারতে চাই... হারতে চাই কারোর কাছে। অনেক আমি পেয়েছি শরীর, আজকে আমি কারোর বুকের গন্ধ চাই, আজকে আমি কাঁদতে চাই, আজকে আমি মরতে চাই। আমি আজকে ছেলেমানুষ হতে চাই, আজকে আমি খালি গায়ে ঘুমসি পরে ঘুরতে চাই, আজকে আমি কাদা মেখে ডোবায় ডুব দিতে চাই, আজকে আমি হারিয়ে গিয়ে আবার বাড়ি ফিরতে চাই, আমি আজকে আমায় আবার পেতে চাই, আজকে আমি কিচ্ছুনা... আজকে শুধু আমায় চাই। আমি শুধু আষ্টে-পিষ্টে কাউকে জড়িয়ে শুতে চাই কারোর কাছে মায়ের মত নিঃশুল্ক আদর পেতে চাই আজকে আমি কারোর হাতে ক্ষত-বিক্ষত হতে চাই আজকে আমি মরতে চাই, আজকে আমি হারতে চাই। ~পাগলা

আজকে এলাম...

আজকে তুমি ঘর নও আজকে তুমি অপরিচিত আজকে রয়েছে ঝড়ের আভাস আজকে বিনাশ আশঙ্কিত। আজকে দেশে শান্তি নেই আজকে মহামারীর আবির্ভাব আজকে শুরু ঘৃণার দিন মনের ওপর নিম্নচাপ। আজকে দেশে মারামারি আজকে বাতাসে ঘৃণার বিষ আজকে ফুলের মৃত্যুদিন আজকে আমার লগ্নশেষ। আজকে বাঁচার সময় নেই মৃত্যু ডাকে গেলাম, পারলে তুমি কালকে এসো আজকে আমি এলাম। ~পাগলা

যবে...

ঘুম আসেনা আমার চোখ জলজল... তাকিয়ে থাকি নির্বাক আকাশের দিকে প্রতিশোধের খোঁজে। নক্ষত্র জ্বলে প্রতিশোধে পোড়ে সত্যের আগুনে দিশা দেখায় ক্রান্তিকারীদের শীত গ্রীষ্ম ফাগুনে। আমারও স্থান হবে ওই কাননে বিদ্রোহীদের গগনে যবে মুক্ত করবো খণ্ডযুদ্ধে চিত্ত থাকবেনা আর বাঁধনে।                           ~পাগলা

To the old lady

To the old lady Waiting for me to die... To the old lady Waiting for me to cry... You burnt me awake yesterday night And still you desire more To kill me again. Don't you remember the corpse ? Don't you remember the tears and the blood ? Don't you remember you playing the symphony, when you should mourn ? Did you really feel my death ? Did you really feel to kill ? How, is something so blissful to you, when it runs down the chill ? To the old lady Waiting for me to die... To the old lady Waiting for me to cry... To the old lady, Do you want to kill me again ? ~SS

That day...

The thoughts kept on dancing in my head  The wounds weren't dry The devil kept on pushing me to hell My tear glands were full, yet I couldn't cry The girl was sitting beside the table She was kissing a snake Yet I saw helpless in that starry night... and degraded into a termite I was mortal Yet I had seen hell I was yet to see the heaven All I thought it was in my baby's lap. I wanted God to save me But maybe she didn't wanted me to live All God's love had ran out Only remained was painful wrath I was seconds away from hell, It was the devil who was dragging me in Suddenly arrived the God for the last time... and I asked for my Love to be mine, And she said... "You can't get the one For you are Truth's slave... and that's your horrendous crime." -SS