নতুন আলো

আজ বসে আছি ভ্যাবাচ্যাকা খেয়ে
আকাশের দিকে তাকিয়ে শুধু
তারা গুলো গুনে গুনে ফুরিয়ে গেছে
পরে আছে বাকি গোনা অন্ধকার টুকু।

শিশু গুলোকে মাংসপিণ্ডে পরিণত করেছে
দিবাকালেও ঘোর অন্ধকার
 জিভটাও কেটে নিয়েছে ওরা
পাছে করে ফেলি তারস্বরে চিৎকার?

আবার কি আসবে ভোর?
মাটিতে পুঁতে দেওয়া লাশ গুলো খুঁড়ে বেরিয়ে আসবে?
আবার কি জিভ কাটা মানুষ গুলো নিজেদের কন্ঠস্বর ফিরে পাবে?
আবার কি আমি...রাতের অন্ধকারে খুঁজে পাবো তারা?...খুঁজে পাবো নতুন আলো?

~পাগলা
@sohams8
০৯.০৪.২১








Comments

  1. লেখাটা বেশ ভালো লাগলো

    সত্যিই আজ হারিয়ে গেছে মুখের ভাষা
    সুন্দর সমাজ তাই তিক্ত বাস্তবের আড়ালে
    হয়ত নতুন আলো খুঁজে পাওয়ার তীব্র আশা
    ক্রমশ ফিকে হতে থাকবে কালে কালে।।

    ReplyDelete
  2. একদিন সূর্যের ভোর আসবেই, অন্ধকারের উৎস হতেই উৎসারিত হবে আলো.... অনবদ্য লেখা!!

    ReplyDelete
    Replies
    1. Khub sundor poem er modhye die bastob ta ke tule dhorecho dada.Ei covid situation er modhye dhire dhire charidiker tara gulo nibhe andhokar hoi jachhe, charidike sudhu haha-kar. Sobar biswas ekdin ei ondhokar ghochate abr notun kore suryo er uday ghotbe, notun alo futbe.

      Delete

Post a Comment

Feel free to give any feedbacks...

Popular posts from this blog

ভ্যানিশ

কথোপকথন

খুব ঘামছি আজকাল