Posts

Showing posts with the label Soham Sau

খুব ঘামছি আজকাল

  শীতকালেও বড় ঘামি আমি তুমি – আমাকে তোমার সাথে কথা বলতে বোলোনা এখন, আমি নিজের কাছেও বোবা হয়ে বসে আছি, শুধু বিষণ্ণ মেঘের কালো বৃষ্টিতে ভিজে চলেছি। সত্যি বলতে ভাল নেই আমি, পাশের বাড়ির ফর্সা ঠাকুমা সিগারেট ধরিয়েই চলেছে আমি ভাবতাম শুধু ব্যাটাছেলেরাই বিষাক্ততা গিলতে ভালবাসে, এই সমাজে যে গণমৃত্যুর উৎসব চলছে তাতে সবাই নাম লিখিয়েছে, আমি ছাড়া   তুমি কি শুনেছো, ভারত চাঁদে গেছে আর গরীবগুলোকে ফেলে গেছে পৃথিবীর বুকে, ফিরে এসে এদের ফসিল নিয়ে ভালই ব্যাবসা করা যাবে বলে শুনছি হিন্দি খবরের  চ্যানেলে, তাই হয়তো বড় ঘামছি এখন আমি, কে জানে – এই কবিতাটা শেষ করতে করতেই আমি না পুরো জলই হয়ে যাই… ~ সোহম ০৩ সেপ্টেম্বর ২০২৩ ব্রাতিস্লাভা

বিদেশের প্রথম কবিতা : প্রেম

গোটা জগৎ ধরে ফেলতে চাই  এক নিমেষে সব করেও ফেলি বোতলবন্দি যত রাজ্যের অঙ্ক গুলো                      তবুও মনেহয় পুরতে পারলাম না কিছু একটা সেই বোতলে: নিজেকে। মাথার ভেতরের হারামীটা সব জানে তবুও ফাঁকা বোতল নিয়ে ছোটায়, নিশ্বাস আর প্রশ্বাস - এর মাঝে চোখের পাতা ফেলা - এর মাঝে শেষ দুটো পংক্তির মাঝে,                 অসংখ্য ঘটনা ঘটে গেছে,                 বীভৎস একটা ফাঁক থেকে গেছে, আমার দ্বারা সেটা পূরণ করা সম্ভব নয়। তবে তোর         আর আমার ঠোঁটের মাঝে যেন একটা  অণুও গলতে না পারে, এর ব্যাবস্থা আমি করবো ... এই মানুষ নামক জানোয়ারটা এটুকুই পারে শুধু, ব্যাস। ~সোহম ২৬.১২.২২  ব্রাতিস্লাভা 

For the last time

For the last time, Just for the last time I wanted to hold my breath; Just for the last time I wanted to feel my wounds burn; Just for the last time the day was dark... I knew, I knew it was the end. The trees shed blood The lovers cheated each other People had their hearts pumping but they weren't alive; For they were just running carcasses... to ruin the world's light. There was no path to life again But only people could try... Try to build the monuments again with a little bit of honest cry. Yes, it was possible for us To again to get up and fight Maybe we had won the battle for I didn't know... As I wanted to hold my breath for the last time. ~SS