মা গো... (Mother...)
কতই না করি, বিরক্ত তোমায়... কতই না জ্বালাই, দাও যে কত কিছুই না আমাদের তুমি, ভুল করলে আরাম-ধোলাই... তারপর আবার আদর করে, ভালোবেসে...ডাকতে, রাখতে কাছে টেনে... মা গো, লুকিয়ে রাখতে, সব দুঃখ - কষ্ট নিজের, ভোলাতে সব আমাদের আপদার, বুঝতে দিতে না কষ্ট কিসের... ঋণ শোধ করা যায় হয়তো, কিন্তু এতো ভালোবাসা, যায়না করা শোধ, মা গো, আর কিছু পারবোনা যে, শুধু, যতবার নেব জন্ম, ভরবো তোমার গর্ভ... ।। ~পাগলা ©sohams8