Posts

Showing posts with the label Opinion

মিডিয়া ও মানুষ

মানুষ আজকাল নিজের বাড়িতে থাকার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও থাকে, জেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। বার-বার ফোন চেক করার প্রবণতার সাথে সাথে আজকের স্ট্যাটাসটা কি হবে, কজন লাভ রিয়্যাক্ট দেবে সেই চিন্তা আমাদের গ্রাস করে। এখানে আমাদের কথাটা ব্যবহার করলাম কারণ এখন ৯০% লোকের কাছে হয়তো স্মার্টফোন আছে এবং তাদের মধ্যে কিছু লোক এইটা পড়ছেনও। আজকে আমাদের পপুলারিটি তথা ভ্যালু বিচার হয় কার কটা লাইক পড়ছে দেখে, এখন আবার লাভ রিয়াক্ট বেরিয়েছে...ব্যাপারটা অনেকটা ভোট দেওয়ার মত, ৫০০০ গরু পার্টির পক্ষে ভোট দিয়েছে, আর ৪০০০ জন উন্নতি পার্টি কে, তাই গরু পার্টি চ্যাম্পিয়ন। আসলে এইটা লোকে ভুলে গেছে গরু পার্টি কে গরু রাই ভোট দেয়(হ্যাঁ, আর গাধাও), আর আমাদের মানুষের সভ্য সমাজ বানাতে হবে, গরুদের নয়। আমাদের কিন্তু একটা জিনিস খুবই সহজ হয়েছে, সময় কাটানো, বা যাকে বাঙালিরা বলে time-pass। কিন্তু সেই time-pass করতে গিয়ে আমরা কিন্তু অনেক মূল্যবান জিনিস হাতছাড়া করছি; যেরম নিজের সঙ্গে সময় কাটানো, আমরা ভুলে গেছি নিজেকে: মানে নিজের ভেতর টাকে, নিজেকে ভালবাসতে, নিজেকে চিনতে, নিজের কোথায় অসুবিধা হচ্ছে সত্যিকারের সেটা ভাবতে, বা হয়ত...

এই সমাজ...

হটাৎ করে মানুষ যখন চোখের সামনে অন্ধকার দেখে তখন কিছু করার থাকেনা, মানুষ অনেক রকম পথ বেছে নেয়, হয়তো নিজেকে জীবন বিমুখ করে তোলে বা হয়তো ভাবে জীবন টাকেই শেষ করে দেবে। কিন্তু আদতে জীবনকে কোনোদিনও ওরম করে শেষ করা যায়না, জীবনকে জয় করতে হয়।  আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কারোর এরম কোনো পরিস্থিতি এলে তাদের পাশে দাঁড়াইনা, এমনকি নিজেরও ওরম কিছু হলে সত্যিকারে নিজের জন্যও দাঁড়াতে পারিনা। কেন? আমরা কি দাঁড়াতে ভুলে গেছি? শিরদাঁড়া সোজা করতে ভুলে গেছি? হয়তো তাইই। কারণ আমাদের এই সমাজ আমাদের একটা স্টুপিড, স্পাইনলেস জন্তু (বা জড়পদার্থ ও বলতে পারেন) করে তুলতে চাইছে। এই সমাজ এমন একটা সমাজ যেখানে চিকিৎসার নামে লাখ-লাখ টাকা নেওয়া হয়, যেখানে শিল্পের কদর নেই, যেখানে সিনেমার নামে সার্কাস দেখানো হয়, যেখানে শুধু একটু পয়সা ইনকাম করতে পারলেই লোকে ভাবে অনেক কিছু করে ফেলেছি, যেখানে এখনো লোকের পদবি-জাতি দেখে লোকের বিচার করা হয়, যেখানে মানুষের মূল্য মানুষই বোঝেনা, যেখানে মানসিক স্বাস্থ্য একটা অবাস্তব বস্তু হিসেবে দেখা হয়, যেখানে মানুষ এখনো মনে করে শিক্ষার থেকে মন্দির-মসজিদ জরুরি, যেখানে এক মা তার ছেলে কে বলে...