সৎ এর কথা ! (Tale of a veracious guy)
কথা না রাখা মনেহয় সহজ, তাই বোধয় পারিনি, পারেনি না রাখতে কথা টা, পারিনি মাখতে - মাখাতে ধুলো, খুচরো পয়সার জন্য বিকিয়ে দিইনি নিজেকে, পেরেছি রাখতে ধরে... লোভে, হয়তো সেই মুক্ত মালার ।। আচ্ছা, কিছু প্রশ্ন ছিল, ..."প্রেমিক হওয়া বোধয় সহজ, সৎ প্রেমিক হওয়া কি ?" ..."ধুলো মাখানো বোধয় সহজ, নিষ্পাপ থাকা কি ?" ..."মদ খাওয়া বোধয় সহজ, সব জেনেও বিষ পান করা কি ?" মুছে যাবে যত চাওয়া - পাওয়া, সীমান্ত পেরোনো সেই প্রেমের টানে, তবুও তুই বুঝবি কি, ফিরে আসবি কি এই গানে ? সেই চোখ ভেজা যত রাত, সেই কথা না বলার যত অজুহাত, সেই তোর আমি, তুই আমার খোঁজ নেওয়া, সেই কিছু না চেয়ে, শুধু একটু - একটু করে দেওয়া... আছি আমি, আসবো ফিরে আবার ! ~পাগলা ©sohams8