Posts

Showing posts with the label esoteric love

আভ্যন্তরীণ ভালবাসা

এত কঠিন ভালবেসোনা আমায়, যাতে অভিধান খুলে দেখতে হয়... এত আলো জ্বেলোনা মনে যাতে, অমাবস্যা ভুলতে হয়... এই পৃথিবীর বক্ষ মাঝে, যখন ঘৃনা উঠলো সেজে, মিথ্যে মাখা গরম জলে, যখন লোকে বৃষ্টি ভেজে... ... সবার লাগতো বৃষ্টি ভাল, রক্তে মাখা, বেশ জোড়ালো, যদিও পরন তাদের হালকা হাঁসি, সঙ্গে অহং একটু বাসি, বাইরে থেকে ঝকঝকে যে, হাব-ভাব ঠিক রানির মতন কিন্তু অধোবাস ছিলো শুধুই ঘৃনা, আর সামনে ছিলো মিথ্যে       যতন... নিয়ম ভাঙাই নিয়ম ছিল, ভরসা করা দায় ছিল, নোংরামুখো খেঁকশিয়ালদের, জুড়ি মেলা ভার ছিল... ... তারপর ছিল তোমার দেখা, মুচকি হাঁসি, আলোয় মাখা... যদিও তোমার পরন সবার সরল, কথাটি তোমার বড্ডো বাঁকা... বোঝার মতন নয় সেতো সে, সোনার মত নয়, বটে দেখার মতো হয় সেতো সে, মাখার মত হয় ।। রঙিন চশমা, যুগের হাওয়ায় যখন সবাই মজে, মোহ-গঙ্গায় যখন সবাই রঙিন রঙে সেজে... তোমার নীরস একঘেঁয়েমির জুড়ি মেলা ভার, ধুর...খেয়াল রাখা, পাশে থাকা ভাল লাগতো না আর... চেয়েছিলাম বটে রঙিন চশমা আমিও সে একদিন, পরে দেখলাম সাদা চসমাই বেজায় আভ্যন্তরীণ... তাই তো বলি, বড় কঠিন ভালবাসো তুমি আমায়,...