খুব ঘামছি আজকাল
শীতকালেও বড় ঘামি আমি
তুমি –
আমাকে তোমার সাথে কথা বলতে বোলোনা
এখন,
আমি নিজের কাছেও বোবা হয়ে বসে আছি,
শুধু বিষণ্ণ মেঘের কালো বৃষ্টিতে ভিজে
চলেছি।
সত্যি বলতে ভাল নেই আমি,
পাশের বাড়ির ফর্সা ঠাকুমা সিগারেট
ধরিয়েই চলেছে
আমি ভাবতাম শুধু ব্যাটাছেলেরাই বিষাক্ততা
গিলতে ভালবাসে,
এই সমাজে যে গণমৃত্যুর উৎসব চলছে তাতে
সবাই নাম লিখিয়েছে, আমি ছাড়া
তুমি কি শুনেছো, ভারত চাঁদে গেছে আর
গরীবগুলোকে ফেলে গেছে পৃথিবীর বুকে,
ফিরে এসে এদের ফসিল নিয়ে ভালই ব্যাবসা করা যাবে বলে শুনছি হিন্দি খবরের চ্যানেলে,
তাই হয়তো বড় ঘামছি এখন আমি,
কে জানে –
এই কবিতাটা শেষ করতে করতেই আমি না
পুরো জলই হয়ে যাই…
~ সোহম
০৩ সেপ্টেম্বর ২০২৩
ব্রাতিস্লাভা
darun likhechis
ReplyDelete