সেইদিন নিতে আসব তোমাকে...

একদিন এই ছলনা খেলা বন্ধ করবে সবাই
সারাক্ষন আমি আর হাসবনা
মেয়েটা খেলবেনা আর বোকা ছেলেটার মন নিয়ে
ক্ষুন্ন স্বামী-স্ত্রীরা প্রেমীদের কাছে ফিরে যাবে
লাশ গুলো আর লুকিয়ে পাচার হবেনা
দু দেশের মধ্যে জমি নিয়ে খুনোখুনি হবেনা
হিন্দুরা মসজিদে গিয়ে নামাজ পড়বে
মুসুলমানে মাজবে মন্দিরের বাসন 
হিজড়েরা পাড়ায় দাঁড়িয়ে গান করবে
ছেলে-মেয়েরা প্রকাশ্যে চুম্বন করবে
বাচ্ছা মেয়েরা আর ধর্ষিত হবেনা
সেইদিন মানুষের টাকা মানুষই ফিরে পাবে
আমিও ফিরে পাব আমাকে,
রাশিফল দেখে আর বিয়ে হবেনা
সেইদিন যদি অপেক্ষা করো...
নিতে আসব তোমাকে।

মিথ্যে খেলা বন্ধ হবে, 
তবুও আগুন জ্বলবে তারা তে,
সেইদিন যদি অপেক্ষা করো...
নিতে আসব তোমাকে।

~পাগলা 
০১.০৭.২০












Comments

  1. Ashadharan lekha... Aajker jugey etai bodhoy shob shustho mostishker lokera kamona korey... Kintu seta darun bhabe kotha diye tuley dhorecho...

    ReplyDelete
  2. baah bes vlo likhecho th🤓🤓😍😍

    ReplyDelete

Post a Comment

Feel free to give any feedbacks...

Popular posts from this blog

ভ্যানিশ

খুব ঘামছি আজকাল

কিছু কথা