চাইনা হতে...

জীবনে কঠিন নয়,
সহজ হতে চাই...
জীবনে পাহাড় নয়,
সাগর হতে চাই...
জীবনে দুঃখ নয়,
আদর হতে চাই...
জীবনে আগুন নয়,
জল হতে চাই...

চাইনা যেতে সবার উপরে, চাই থাকতে সবার নিচে,
চাই হতে সেই মাঠের ধূলো, চাই মাটির সঙ্গে মিশে যেতে...
চাইনা আমি আমার হতে,
চাই আমি তোমার হতে,
চাই আমি সবার হতে...।।

চাইনা আমি রাম-সীতা কে, চাইনা আমি অহং,
চাই যে শুধু সূর্য-চন্দ্র, চাই যে আমি তারা...
চাইনি আমি হতে তির, চাইনি হতে ভক্ত,
চাইনা লোকের অশ্রু ঝরুক, চাইনা ঝরুক রক্ত ।।

চাইনা আমি বাস্তবতা, চাইনা কোনো হিসেব,
চাই যে আমি অবাস্তবের...সঙ্গে যেতে মিশে,
চাইনা হতে অসৎ প্রেমিক, চাইনা হতে ঋণী,
চাই যে হতে ভালবাসা, হতে চাই প্রেমিক নামক ধনী... ।।

~পাগলা




Comments

Popular posts from this blog

অট্টহাস্য

কথোপকথন

খুব ঘামছি আজকাল