মানুষের রং

মানুষ কখন পাল্টি খাবে,
ডান বলে সে বামে যাবে,
স্বচ্ছ জলে রং মেশাবে,
নাটকে সে মন পোষাবে ।

সত্য খুশি ভুলে যাবে,
নকল সুখে পেট ফোলাবে,
পয়সা দিয়ে রুগী হয়ে,
পয়সা দিয়েই সুস্থ হবে ।

সরল প্রেম জলে দেবে,
নোংরা প্রেমের দাসী হবে,
নিজের পায়ে কুরুল মেরে,
লোকের কাছে কাঁদন গাবে ।

যেই প্রেম হৃদয় জোড়ে,
মানুষ তাকে তুচ্ছ ভাবে,
তবে...
যেই প্রেম জকঝকানি,
সেই প্রেমটি চেটে খাবে।

আসলে,
মানুষ মানুষকে তুচ্ছ ভাবে,
পারলে যেন...
ভগ্ন করে চিবিয়ে খাবে,
বিনয় যে তার লো পেয়েছে,
ভালবাসা পথ ছেড়েছে,
সবার ভাল হওয়ার চেয়ে, এখন...
'আমার' ভাল বড় হয়েছে ।।
                                   ~পাগলা

©sohams8












Comments

Popular posts from this blog

ভ্যানিশ

Maybe the other day

বয়ে যায়