মনুষ্য হে

ছেড়ে দেওয়া, নিজেকে...
জলের মতো।
মেলে দেওয়া, নিজেকে...
আকাশের মতো।
সেই আমি কে শেষ করে দেওয়া,
সেই তোমারও শেষ হয়ে যাওয়া।

সেই জলে ভাশা, জল হয়েই...
সেই নরম আশা, তার কাছেই...
আর তার-আমার না থাকা
সংসার না বেঁধে, সংসার হয়ে যাওয়া।

মনুষ্য হে,
এ পথ উঁচু...তোমাদের জন্য নয়,
নোংরা মাখো তোমরা, মনে নিয়ে হিংসা-ভয়...
অহং রঙে রেঙে তোমরা করো,
তোমাদেরই বিশ্ব জয়।
মনুষ্য হে,
এ পথ উঁচু...
এ পথ ঈশ্বরের...
এ পথ তোমাদের জন্য নয়।।
     ~পাগলা




Comments

Popular posts from this blog

ভ্যানিশ

খুব ঘামছি আজকাল

কিছু কথা