ভালবেসেছি...

পূর্ণিমার চাঁদ কে ভালবেসেছো ?
আমি তো অমাবস্যা কে ভালবেসেছি...
প্রেমে অভেদ্য হয়ে থেকেছো ?
আমি তো বিঁধতে দিয়েছি নিজেকে...
'আত্ম'-সম্মান বজায় রেখেছো ?
আমি তো তাকে বজায় রেখেছি...
ভালবেসে সব কিছু পেয়েছো ?
আমি তো প্রতিবস্তু হারিয়েছি...

প্রেমে তুমি পাথর হয়েছো ?
আমি কিন্তু জল হয়েছি...
প্রেমে তুমি বদলা নিয়েছো ?
আমি তার চোখের জল নিয়েছি...
প্রেমে তুমি দুঃখ দিয়েছো ?
আমি আমার হাঁসি টা দিয়েছি...

তুমি জিতেও কি ধনী হয়েছো ?
তুমি পেয়েও কি খুব কেঁদেছো ?
...
আমি হেরেও যে সব জিতেছি...
আমি ব্যর্থ হয়েও খুব হেঁসেছি...

কারণ আমি ভালবেসেছি...
কারণ...আমি ভালবেসেছি...!! ||
                                      ~পাগলা😊
©sohams8

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

খুব ঘামছি আজকাল

কিছু কথা