একটু আলাদা গল্প
আজকের গল্পটা আপন করে নেয়ার
আজকের কবিতাটা আরো কাছে আসার...
যত তীব্র অশান্তি ছিল
কেটে যাবে নিমেষে,
মনের লুকোনো দিক গুলো
অবহেলায় কাটবে না অবশেষে...
যদি হয় আজকের গল্প টা আপন করে নেয়ার
যদি হয় আজকের কবিতা টা আরো কাছে আসার।
ছন্দ কেটে যাবে সময়-সময়ে
ফিরিয়ে নিয়ে আসতে হবে আবার
হয়তো লাগে অক্লান্ত পরিশ্রমেও মিলবেনা ফল
তবুও আরেকবার চেষ্টা করতে ক্ষতি কোথায় ?
~পাগলা
Comments
Post a Comment
Feel free to give any feedbacks...