মিথ্যের সূর্যোদয়


চিত্ত মাঝে রক্ত ঝর্ণা বয়ে চলে আমার
নীরবে অশ্রু নদী বয়ে চলে সদায়
আমার তীক্ষ্ণ সত্যের আলোয় ঝলসে গেছে সর্বত্র,
পরে আছে শুধু মিথ্যের সূর্যোদয়।

পাশের কোলবালিশ ভরে গেছে নালিশে
নোংরা হয়েছে বিছানা...
এই তীব্র ঘৃণার মাঝে শুধু মনেহয়
মৃত্যুই আমার ঠিকানা ।।

সবকিছুর যোগ্যতা হারিয়েছি আমি
শুধু অশ্রুবর্ষার ছাড়া
আমার তারার প্রাণ কেড়েছে 
সেই মিথ্যের সূর্যোদয় ।।

~পাগলা




Comments

Popular posts from this blog

ভ্যানিশ

কথোপকথন

খুব ঘামছি আজকাল