কদম ফুল
কদম ফুল চেয়েছিলে তুমি সেইদিন,
দিতে পারিনি আমি।
দক্ষিনা বাতাসের মত উড়ে বেড়াতে তুমি
বৃষ্টি হয়ে পড়তে আমার মাথায়,
গায়ে মিশে যেতে তুমি
তোমাকে... হয়তো কিচ্ছু দিতে পারিনি আমি।
আজও কিন্তু দাঙ্গা লাগে জানো
আজও ধর্মের ভেদাভেদ
আজও বাচ্ছা ক্ষুধায় মরে
আজও নেতাদের পকেট ভার।
তবে আজও আমি ওই নদীর ধারে বসি একা-একা
তবে নদীর এখন অবস্থা বেহাল
সেই নীল জলে যে পা ডোবাতাম
সেই জল এখন সিঁদুরে লাল...
নদীর ধার দিয়ে হাঁটতে থাকি তাই
কখনো খুঁজি তোমাকে, কখনো আমার ভুল
জানিনা কবে আমি ডুবে যাবো ওই নদীতে...
তবে হ্যাঁ, তোমাকে দিয়ে যাবো তোমার সেই প্রিয়...
কদম ফুল ।।
~পাগলা
©sohams8
Bahhh👌👌👌👌
ReplyDeleteThanks
Deletegood try...keep it up.
ReplyDeletethanks
Delete