ভুলে গেলি আমি কই ?
দেখতে বলতাম তোকে যেই চাঁদ টাকে,
এখনো ঠিক আগের মত ঝলমল করে ওঠে পূর্ণিমায়,
আগের মতো সেই নির্বিকার আছে জানিস...!
চিনতে পারে আমাকে এখনো,
আজও আমায় দেখে হাসলো...
ভুলে গেলি ?
আরে বলতাম না তোকে...!
সে তুই বলতিস..."আবার কে ছাদে যাবে এখন...!"
...সে তুই যাবিই বা কেন,
বার বার কি নিজেকে দেখতে কারোর ভাল লাগে ?
নিজের সৌন্দর্য কি নিজে যাচাই করা যায় ? ঠিকই তো...||
তুই না দেখলেও,
আমি দেখার চেষ্টা করি, যেমন আজ করলাম...
যাই হোক,
চিন্তা রইলো না আর,
তুই সরে গেলি, কিন্তু আবার রয়ে ও গেলি...চাঁদ হয়ে,
মিশলাম আবার,
সুচন্দ্রিমা মাখলাম আবার...
ফুল ফোটালাম আবার....
থেকেও না থাকার কষ্ট কি জানি না,
মিশেও না মেশার ভাবনা কে মানি না,
আজও কাঁদতে গিয়ে মাঝেমধ্যে হাঁসি,
আজও তোকে ঠিক, ততটাই ভালোবাসি...
যখনই পিছু দেখে ভাবি কেউ নেই,
ওপর থেকে উঁকি দিয়ে বলে চাঁদ, ভুলে গেলি আমি কই ?....
😊😊😊 😊😊😊 😊😊😊
~পাগলা😊
Jio kaka
ReplyDelete